উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৯ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে হোসাইন আহমেদ হেলাল (নতুন চাঁদ) ও সাধারণ সম্পাদক পদে মো. আবদুল মালেক নির্বাচিত হয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে নির্বাচনি ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবুল বাসার।
২০২০-২০২১ইং সেশনের জন্য নবগঠিত এ কমিটির নির্বাচিত সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস নয়ন (ইটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন (চ্যানেল ২৪/যায়যায়দিন), কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন হাওলাদার (দৈনিক আজকের প্রত্যাশা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আফরোজা আক্তার রাঙ্গা (সাপ্তাহিক রামগঞ্জ দর্পন), ক্রীড়া ও সমাজসেবা বিষয়ক সম্পাদক আতোয়ার রহমান মনির (দৈনিক সমকাল), প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শিবলু , নির্বাহী সদস্য নাজিম উদ্দিন রানা (দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ) ও রবিউল ইসলাম খান (ডেইলি আবজারভার)। এছাড়াও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসমাইল হোসেন জবু ।
এর আগে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১০টি পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে ৭ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৪ জন, ক্রীড়া ও সমাজসেবা পদে ৪ জন, প্রচার সম্পাদক পদে ২ জন এবং দুইটি কার্যনির্বাহী সদস্য পদে ৪ জন প্রার্থী ছিলেন। এ নির্বাচনে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সকল ভোটার (৭৭ জন) তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
0Share