সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
উৎসবমুখর পরিবেশে নির্বাচন শেষে লক্ষ্মীপুর প্রেসক্লাবে নতুন কমিটি

উৎসবমুখর পরিবেশে নির্বাচন শেষে লক্ষ্মীপুর প্রেসক্লাবে নতুন কমিটি

উৎসবমুখর পরিবেশে নির্বাচন শেষে লক্ষ্মীপুর প্রেসক্লাবে নতুন কমিটি

উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৯ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে হোসাইন আহমেদ হেলাল (নতুন চাঁদ) ও সাধারণ সম্পাদক পদে মো. আবদুল মালেক নির্বাচিত হয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে নির্বাচনি ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবুল বাসার।

২০২০-২০২১ইং সেশনের জন্য নবগঠিত এ কমিটির নির্বাচিত সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস নয়ন (ইটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন (চ্যানেল ২৪/যায়যায়দিন), কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন হাওলাদার (দৈনিক আজকের প্রত্যাশা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আফরোজা আক্তার রাঙ্গা (সাপ্তাহিক রামগঞ্জ দর্পন), ক্রীড়া ও সমাজসেবা বিষয়ক সম্পাদক আতোয়ার রহমান মনির (দৈনিক সমকাল), প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শিবলু , নির্বাহী সদস্য নাজিম উদ্দিন রানা (দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ) ও রবিউল ইসলাম খান (ডেইলি আবজারভার)। এছাড়াও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসমাইল হোসেন জবু ।

এর আগে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১০টি পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে ৭ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৪ জন, ক্রীড়া ও সমাজসেবা পদে ৪ জন, প্রচার সম্পাদক পদে ২ জন এবং দুইটি কার্যনির্বাহী সদস্য পদে ৪ জন প্রার্থী ছিলেন। এ নির্বাচনে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সকল ভোটার (৭৭ জন) তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের প্রতিবেদক আবদুর রহমানের বাবা আর বেঁচে নেই

ডা. আমান উল্লাহ এর উদ্যোগে লক্ষ্মীপুরের অর্ধশতাধিক মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না- তানিয়া রব

লক্ষ্মীপুরে কর্মীদের নিজস্ব খরচে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াতের দুই প্রার্থীর শোভাযাত্রা

কমলনগরে জেলেদের দেড় মে.টন চালে পচন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com