বাংলাদেশের অন্যতম জাতীয় বাংলা দৈনিক কালের কন্ঠের প্রতিনিধিদের মধ্যে লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি কাজল কায়েস সারাদেশের প্রতিনিধি ক্যাটাগরিতে তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেছেন। এর স্বীকৃতিস্বরূপ সম্পাদক ইমদাদুল হক মিলন ও ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল স্বাক্ষরিত অভিনন্দনপত্র ও পুরস্কার শুক্রবার (২৪ জানুয়ারি) কাজল কায়েসের হাতে এসে পৌঁছে।
কাজল কায়েস লক্ষ্মীপুরটোয়েন্টিফোরকে জানান, দৈনিক কালের কন্ঠের ২০১৯ সালের প্রতিনিধিদের কাজের মূল্যায়নে এ স্থান নির্ধারণ করা হয়। প্রতিনিধি ক্যাটাগরিতে প্রথম হয়েছেন কালের কন্ঠের রাজশাহী অফিস এবং দ্বিতীয় গাজীপুর প্রতিনিধি ।
জানা যায়, মফস্বল থেকে অনুসন্ধানী, রাজনীতি এবং অপরাধ বিষয়ক ব্যতিক্রম এবং সাহসি প্রতিবেদনের জন্য কাজল কায়েস অল্প দিনের মধ্যে লক্ষ্মীপুরসহ সারাদেশে পরিচিতি পায়। এর আগে ২০১৮ সালে অনুসন্ধানী সাংবাদিকতা ও সেরা প্রতিবেদনের তিনি লক্ষ্মীপুর প্রেসক্লাবের সম্মাননা পান।
কাজল কায়েস ২০১৩ সালে দৈনিক কালের কন্ঠে লক্ষ্মীপুর প্রতিনিধি পদে যোগদান করেন। কালের কন্ঠের পাশাপশি চ্যানেল নাইন, অনলাইন গণমাধ্যম জাগোনিউজের লক্ষ্মীপুর প্রতিনিধি এবং লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক মেঘনারপাড় এর বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছেন ।
তিনি ২০০৪ সালে দৈনিক সংবাদের রায়পুর প্রতিনিধি হিসেবে জাতীয় গণমাধ্যমে যুক্ত হন। এরপর বিভিন্ন সময়ে দৈনিক যুগান্তর, দৈনিক যায়যায়দিন, বাংলানিউজে দায়িত্বে ছিলেন। স্থানীয় দৈনিক ভোরের মালঞ্চ পত্রিকার মাধ্যমে প্রথমে সাংবাদিকতায় যুক্ত হন তিনি।
সাংবাদিকতায় বিষয়ে তিনি ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি), প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবি) ও সরকারি -বেসরকারি বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছেন । বর্তমানে তিনি লক্ষ্মীপুর প্রেসক্লাবের অন্যতম সদস্য।
0Share