করোনাভাইরাসের কারণে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত সব পেশার মানুষ। পেশাগত দায়িত্ব পালনে অনেকেই আতঙ্কিত। এমন পরিস্থিতিতে কমলনগর-রামগতির এমপি মেজর( অবঃ) আবদুল মান্নান এর পক্ষ থেকে নির্বাচনী এলাকা কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউ পি চেয়ারম্যানদের নিরাপত্তা সামগ্রী পিপিই, মাস্ক ও ও সাবান বিতরণ করা হয়েছে।
করোনাভাইরাস মোকাবেলায় এসব সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন তিনি। সব মিলিয়ে প্রতি ইউনিয়নে দুটি করে ২০ পিপিই সহ মাস্ক, হ্যান্ডগ্লাভস ও সাবান বিতরন করেছেন। শনিবার (১১ এপ্রিল) দুপুরে এমপির পক্ষ থেকে দেওয়া করোনাভাইরাস মোকাবেলায় পিপিই, মাস্ক ও হ্যান্ডগ্লাভসগুলো কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহম্মেদ বাপ্পী ও নির্বাহী কর্মকর্তা মোঃ মোবারক হোসেন কাছে হস্তান্তর করেন এমপি স্থানীয় প্রতিনিধি ও বিকল্পধারার সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিক মিয়া ও বিকল্প যুবধারা নেতা মাহফুজ রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউ পি চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তা বন্দৃ। উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহম্মদ বাপ্পি জানান, জাতীয় এই সংকটময় মুহুর্তে আমাদের যে যার অবস্থান থেকে সহায়তার হাত বাড়িয়ে দেয়া দরকার। এই দায়বদ্ধতা থেকে স্থানীয় সাংসদ এসব সুরক্ষা উপকরণ বিতরণ করেছে।
0Share