লক্ষ্মীপুর সদর উপজেলার বর্গাচাষী কৃষক কালু মিয়ার ৯৬ শতক জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে কমলনগর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ চৌধুরীর নেতৃত্বে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ১২ জন ছাত্রলীগে নেতা এ কাজে অংশ নেয়।
এতে তাদের সময় লাগে প্রায় ৭ ঘন্টা সময় লাগে।
হঠাৎ এ অনাকাংখিত এমন সহযোগিতা পেয়ে খুশি ওই কৃষক। বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইল ফোনে ওই কৃষক লক্ষ্মীপুরটোয়েন্টিফোরকে বলেন, আমি গবির মানুষ। শ্রমিক দিয়ে ধান কাটতে গেলে প্রায় ৮ হাজার টাকা খরচ হতো। কিন্ত আল্লাহপাকের কৃপায় ছাত্রলীগ ভাইয়েরা আমার সব ধান কেটে মাথা করে বাড়ি তুলে দিয়েছে। যা কল্পনাও কখনো করিনি। এতে আমার প্রায় ৮ হাজার টাকা খরচ বেঁচে গেছে।
তিনি আরো বলেন, প্রথম আমি মনে করে ছিলাম তারা হয়তো সামান্য কিছু ধান কেটে চলে যাবে। কিন্ত পুরোপুরি ৯৬শতক জমির ধান কেটে দিয়ে যাবে এটা স্বপ্নেও ভাবিনি। আমি তাদের জন্য দোয়া করি।
অন্যদিকে জানতে চাইলে, ছাত্রলীগ নেতা মোঃ হারুনুর রশিদ চৌধুরী জানান, প্রধানমন্ত্রী এবং জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এ সময়ে কৃষকদের কে সহায়তার জন্য নিদের্শ রয়েছে। কিন্ত আপনারা জানেন, এবছর আমাদের কমলনগরে ইরি-বরো ধান না থাকায় আমাদের পাশের লক্ষ্মীপুর সদরের কৃষকদের খুঁজে নিয়ে ধান কেটে সহযোগিতা করলাম।
তিনি আরো বলেন, শুধু ধানই না, প্রয়োজনে আমরা রবি শস্য ডাল বা সয়াবিন ঘরে তুলে দেয়ার প্রস্ততি নিচ্ছি। আমরা শুধু সেলফি তুলেই শেষ করবো না, কৃষকদের সত্যিকারের সহযোগিতা করতে চাই।
যে ১২ জন ছাত্রলীগ নেতা ধান কাটা মিশনে ছিলেন, তাদের মধ্যে চরমাটিন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল তাজ, চরলরেঞ্চ ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ আলি, উপকূল কলেজ ছাত্রলীগ নেতা তারেক মাহমুদ,তোরাবগঞ্জ মাদ্রাসা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, ছাত্রলীগ কর্মী আল আমিন, মোঃ রাসেল, কামরুল হাসান, সোহেল রানা, মোঃ শুভ, মোঃ হৃদয় হাসান ও ।
0Share