লক্ষ্মীপুরের রামগতিতে দুটি পিকআপসহ ৪ লাখ গলদা চিংড়ির পোনা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার চর বাদাম ইউনিয়নের হারুরবাজার এলাকার চৌরাস্তা এলাকায় চিংড়ি ধরা ও পরিবহন বিরোধী অভিযান চালানো হয়।
এসব পোনাগুলো ২০টি প্লাস্টিকের ড্রামে দুটি পিকআপযোগে ব্যসায়ীরা খুলনায় চালান করছিল। জব্দ করা পোনাগুলোর মূল্য প্রায় ৮ লাখ টাকা বলে মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে।
এছাড়া আরও দুটি পৃথক আভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে চিংড়ি পোনা পরিবহনে ব্যবহার করা ১৫৫টি প্লাস্টিকের ড্রাম ও ৮০টি বড় চাড়ি (চিংড়ি পোনা রাখার সিমেন্টের তৈরী পাত্র) জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেল থেকে দিবাগত গভীর রাত পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এসব অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন, কোস্টগার্ড রামগতি কন্টিজেন্টসের সদস্যরা উপস্থিত ছিলেন।
0Share