যুগ যুগ করে কুরবানি দিয়ে আসা অনেক পরিবারের পক্ষে এ বছর হয়ত কুরবানি দেয়া সম্ভব হবে না। আবার সমাজে এমন অনেক মানুষ আছে যাদের কোরবানি দেয়ার সামর্থ নেই। এ বিষয়গুলো বিবেচনা করে, কোরবানি বঞ্চিত সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রম একটি উদ্যোগ গ্রহন করেছে “আমরা রায়পুর” নামের একটি সামাজিক সংগঠন।
“আমরা রায়পুর’’ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি সামাজিক সংগঠন। মিটব্যাংকের মাধ্যমে এ সংগঠন অসহায়দের মধ্যে কোরবানির মাংস বিতরণ করবে।
সামর্থ্যবানদের কোরবানীর মাংস সামর্থ্যহীনদের ঘরে রহমত হিসেবে পৌঁছে যাক। এই স্লোগানে কুরবানির ঈদের দিন স্বতঃস্ফূর্ত দানের গোশত সংগঠনটির নিকট কাছে পৌঁছে দিলে সংগঠনের স্বেচ্ছাসেবকরা সেটা পূর্ব নির্ধারিত যাচাইকৃত তালিকা অনুযায়ী ঘরে ঘরে পৌঁছে দেবে।
এছাড়া কোরবানির ঈদের আগে সম্ভাব্য শেষ গরুর হাঁটের দিন পর্যন্ত সাধারণের স্বতঃস্ফূর্ত অনুদান গ্রহন করা হবে। পরে সংগৃহীত অনুদানের টাকায় গরু কিনে সেটা ঈদের দ্বিতীয় দিনে জবাই করে একইভাবে তালিকা মোতাবেক ঘরে ঘরে গোশত বিতরণ করা হবে।
নগদ অনুদান পাঠানোর জন্য আমরা রায়পুর সংগঠনের ফেসবুক পেইজে যোগাযোগের যে মোবাইল নম্বর দেয়া আছে, সেটিতে বিকাশ এর মাধ্যমে টাকা পাঠানো যাবে। এছাড়া সরাসরিও টাকা দেয়া যাবে।
সমাজের সামর্থ্যবানদের কে এ উদ্যোগে এগিয়ে আসার জন্য আমরা রায়পুরের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
আরো পড়ুন: প্রতিদিন আড়াইশ মানুষকে উন্নত খাবার ও ইফতারী দিচ্ছে ‘‘আমরা রায়পুর’’
0Share