সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
রামগতিতে মেয়র পদপ্রার্থীরা প্রচারনায় সরব, পৌর নির্বাচন ১৪ ফেব্রুয়ারি

রামগতিতে মেয়র পদপ্রার্থীরা প্রচারনায় সরব, পৌর নির্বাচন ১৪ ফেব্রুয়ারি

রামগতিতে মেয়র পদপ্রার্থীরা প্রচারনায় সরব, পৌর নির্বাচন ১৪ ফেব্রুয়ারি

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার নির্বাচনী তফশীল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। সে মোতাবেক ১৭ জানুয়ারী মনোনয়নপত্র দাখিল, প্রার্থীতা প্রত্যাহার ২৬ জানুয়ারী এবং ১৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে ইভিএম এর মাধ্যমে।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো: কেরামত আলী জানান, তফশীল ঘোষনার পর আমরা সকল ধরনের প্রস্তুতি শুরু করেছি। সকলের সহযোগীতায় সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব বলে আশারাখি।

এদিকে সরকার দলের পাশাপাশি জোর প্রচারনায় স্বতন্ত্র মেয়র পদপ্রার্থীরাও। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করে সকলের নিকট দোয়া ও ভোট প্রার্থনা করেছেন। ইতিমধ্যে মেয়র পদপ্রার্থীরা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, ধর্মীয় আচার অনুষ্ঠানে হাজির হয়ে দোয়া ও ভোট চান সকলের কাছে। উঠান বৈঠক, প্রচার-প্রচারনায় এবং গণসংযোগে করে নিজেকে প্রার্থী হিসেবে জানান দিচ্ছেন।

রামগতি পৌরবাসীর প্রত্যাশা, এ পৌরসভাকে দূর্নীতিমুক্ত, পর্যটক বান্ধব সেরা শহর হিসেবে গড়ে তুলবে এবং পৌরসভার নাগরিকদের সামাজিক ও আর্থিক জীবনমানের ব্যাপক উন্নয়নে কাজ করবে আগামীর পৌর অভিভাবক।

উল্লেখ্য: মেঘনা নদীর তীরবর্তী এ উপজেলা সদর আলেকজান্ডার, চর আলগী ইউনিয়নের চর হাসান হোসেন এবং চর বাদাম ইউনিয়নের চরসীতা এলাকা নিয়ে ২০০০ সালে পৌরসভায় উন্নীত করা হয়। ২০১৮ সালে এই পৌরসভাকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়। ২০০২ সালে এই পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরের গন্ধব্যপুরে জমি নিয়ে বিরোধের জেরে মারামারি

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করলো কোডেক

উপকূলীয় অঞ্চলে শাক-সবজির বীজ বিতরণ করলো কোডেক

সংস্কার করে দ্রুত নির্বাচন দিন: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

অল্প সময়ের মধ্যে নির্বাচন না হলে ফ্যাসিস্ট ষড়যন্ত্র আঘাত করতে পারে : এ্যানি

উপকূলের ক্ষতিগ্রস্থ ৩ হাজার কৃষক পেল প্রণোদনা, রবি প্রণোদনা পাচ্ছে আরো ৪ হাজার ৩৭৫জন কৃষক

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com