লকডাউনে কর্মহীন গণপরিবহন চালক-শ্রমিক ও হোটেল শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শুভেচ্ছা উপহার সামগ্রী দিয়েছে রামগতি উপজেলা প্রশাসন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
এসময় সামাজিক দূরত্ব মেনে ত্রাণ বিতরণ করা হয়। এতে রামগতি পৌর এলাকার ৫০ জন কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে উক্ত কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপহার সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি ও ১ লিটার তেল দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল মোমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শুভেচ্ছা উপহার সামগ্রী পর্যায়ক্রমে সকল ইউনিয়নে বিতরণ করা হবে।



0Share