প্রবাসীরা জাতীয় পরিচয়পত্র না থাকলেও এবং ৪০ বছরের কম বয়স হলেও টিকা নিতে পারবেন। এ লক্ষ্যে টিকার জন্য সুরক্ষা অ্যাপে শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে লক্ষ্মীপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে রেজিস্ট্রেশন। শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত লক্ষ্মীপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে অথবা ‘আমি প্রবাসী’ অ্যাপে ২৪ ঘন্টা এই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।
সরকার প্রবাসী কর্মীদের কর্মস্থলে যেতে নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই লক্ষ্যে যাদের বিএমইটির নিবন্ধন নেই তারা এখানে নিবন্ধন করে টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এর ফলে সুরক্ষা অ্যাপে ঘরে বসেই টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।
বিদেশগামী কর্মীদের বিএমইটির ডাটাবেজে নিবন্ধন ও স্মার্ট কার্ড নেই অথবা চলতি বছরের ১ জানুয়ারির আগে বিএমইটির স্মার্ট কার্ড আছে সেসব কর্মীর টিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধনের সুবিধার্থে বৈধ পাসপোর্ট দিয়ে শুক্রবার থেকে বিএমইটির ডাটাবেজে নিবন্ধন করা শুরু হয়েছে। তবে জানুয়ারি ২০২১ থেকে নিবন্ধিত কর্মীদের নতুনভাবে নিবন্ধনের প্রয়োজন হবে না।
লক্ষ্মীপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুধুমাত্র লক্ষ্মীপুর সদর ও রামগঞ্জ উপজেলার প্রবাসীদের নিবন্ধন করা হয়েছে। ৩ জুন কমলনগর, রামগতি ও রায়পুর উপজেলার প্রবাসীদের সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিবন্ধন করা হবে। তবে ৪ জুন ( রোববার) থেকে লক্ষ্মীপুর জেলার সকল বিদেশগামী কর্মীদের রেজিষ্ট্রেশন করা হবে।
0Share