নানা আয়োজনের মধ্যে দিয়ে লক্ষ্মীপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন, লক্ষ্মীপুরের ডিসি মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, লক্ষ্মীপুর-০৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-০২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দীন চৌধুরী নয়ন, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমা ও জেলা আওয়ামী লীগ সভাপতি মিয়া মোঃ গোলাম ফারুক পিংকু।
এরপর জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ করেন।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক নুরে এ আলমের সভাপতিতেত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড.এএইচ এম কামরুজ্জামান, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
এছাড়াও দিবসটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।
0Share