“আদর্শ গ্রাম বাংলাদেশের প্রাণ, আদর্শ গ্রাম উন্নয়নে ইসলামী ব্যাংক” এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে শতাধিক ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে মঙ্গলবার বিকালে ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখা কার্যালয়ে পল্লী উন্নয়ন প্রকল্পের শতাধিক উপকারভোগীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
ব্যাংকটির লক্ষ্মীপুর শাখা ব্যবস্থাপক মোঃ ছানা উল্ল্যাহ্র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মর্তা মোঃ মাসুম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ফাতেমা তুজ জোহরা ও চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পাটোয়ারী।
এসময় পল্লী জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন, গ্রামীণ বেকার ও বিপন্ন ব্যক্তিদের কর্মসংস্থান এবং কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের কার্যক্রমের ভূঁয়সী প্রশংসা করেন বক্তারা।
0Share