মাহমুদুর রহমান মনজু, একসময় জনপ্রতিনিধি হলেও এখন পেশায় তিনি একজন ফ্রিল্যান্সার। করোনা মহামারিতে পুরো বিশ্ব যখন স্থবির হয়ে পড়ে, করোনা আক্রান্ত ও মৃত লাশ নিয়ে যখন স্বজনরা দিশেহারা হয়ে পড়েন, তখন মানবতার ফেরিওয়ালা হয়ে মনজু ছুটে যান ওইসব বিপন্ন মানুষের পাশে। করোনাক্রান্ত ব্যক্তির সেবা ও মৃতদের লাশ দাফনে ব্যাপক সাড়া ফেলানো নন্দন ফাউন্ডেশনের অঙ্গসংগঠন নন্দন কালচারাল একাডেমীর হয়ে কাজ শুরু করেন তিনি।
শুধু তিনিই নন, একাজে মাঠে রয়েছে নন্দন ফাউন্ডেশনের রাজু আহম্মেদ, রাজন মোল্লাসহ জেলার বেশ কয়েকজন যুবক ও তাদের সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
মঙ্গলবার বিকালে ইসলামি ফাউন্ডেশন বাংলাদেশ লক্ষ্মীপুর কার্যালয়ে এসব সংগঠন ও তাদের স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের লক্ষ্মীপুরের উপ-পরিচালক আশিকুর রহমান জেলার ১০টি সংগঠনকে সংবর্ধনা প্রদান করেন।
উপস্থিত ছিলেন, নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহমেদ, রাজন মোল্লা, জুয়েল রানা, মুজাহিদুল ইসলাম সুমন, নন্দন কালচারাল একাডেমীর আহ্বায়ক মাহমুদুর রহমান মঞ্জু, সবুজ বাংলাদেশের সভাপতি মোহাম্মদ শাহিন আলম, মাহবুবুর রহমান, ইসমাইল হোসেন বাবু, মেঘ ফাউন্ডেশনের ফাহাদ বিন বেলায়েত, ইনফা সংগঠনের মোঃ ইসরাফিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষীপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ ইব্রাহিমসহ আরো অনেকে।
এসময় যেকোন দুর্যোগকালিন সময়ে মানবিক এসব কাজে সবাই এগিয়ে আসবে বলে মনে করেন বক্তারা।
0Share