“যার মনে রয়েছে সাম্প্রদায়িকতা, সে বন্য প্রাণীর সমতুল্য” “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এমন উক্তিকে সামনে রেখে লক্ষ্মীপুরে ধর্মীয় ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ধর্ম মন্ত্রনালয়ের ধর্মীয় সম্প্রীতি সচেতনতা বৃদ্ধিকরন প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আশেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ধর্ম মন্ত্রনালয়ের উপ-সচিব আবদুল্লাহ আল শাহিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-ই-আলম।
এসময় জেলার বেশ কয়েকটি মসজিদের ইমাম ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ প্রায় সকল ধর্মের লোকজন উপস্থিত ছিলেন।
0Share