বীর মুক্তিযোদ্ধা হাবিলদার আবু তাহের। ২০১৩ সালের ৬ অক্টোবর লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন জাতীর এ সূর্য সন্তান। তিনি ওই ইউনিয়নের আহম্মদ আলী হাজী বাড়ীর বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান এ মুক্তিযোদ্ধা।
সোমবার দুপুরে খিদমাহ ফাউন্ডেশনসহ কয়েকটি সামাজিক ও রাজনৈতিক সংগঠন মুক্তিযোদ্ধার কবরে পুষ্পস্তবক, দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করেন। পরে এ মুক্তিযোদ্ধার জন্য দোয়া চেয়ে আলেম ও স্থানীয়দের জন্য দুপুরে ভোজের আয়োজন করেন নিহতের পরিবার।
মুক্তিযোদ্ধা হাবিলদার আবু তাহেরের সমাধিস্থল সরকারী পৃষ্ঠপোষকতার ছোঁয়ায় পাকাকরণ ও তাঁর নামে আহম্মদ আলী হাজী বাড়ী সড়কটি নির্মাণ করার দাবি পরিবারটির।
মুক্তিযোদ্ধা হাবিলদার আবু তাহেরের ছেলে মিলন ও মাকছুদুর রহমান জানান, তাঁর বাবা ৮ বছর আগে মৃত্যুবরণ করলেও কেউ খবর রাখেনি তাদের। উচ্চ শিক্ষিত হয়েও কোন ভাই সরকারি চাকুরী পাননি। অন্যান্য ভাইদের চাকুরীর বয়স পার হয়ে যাওয়ায় বেসরকারি সংস্থায় কাজ করছেন। বর্তমানে আলিম পাশ করেও তাঁর ভাই কোন সরকারি চাকুরী পাচ্ছেন না।
এসময় খিদমাহ ফাউন্ডেশনের উদ্যোক্তা আকাশ ভূঁইয়া বলেন, মুক্তিযোদ্ধার কবর এভাবে ঝরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। রাস্তাটির অবস্থাও নাজুক। দ্রুত এসব বিষয়ে পদক্ষেপ নেয়ার জোর দাবি জানান তিনি।
অনুষ্ঠানে উপস্তিত ছিলেন, দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবীর রিপন, সাবেক চেয়ারম্যান বেল্লাল হোসেন, অহিদুর রহমান, খিদমাহ ফাউন্ডেশনের উদ্যোক্তা আকাশ ভূঁইয়া ও ইব্রাহিম হোসেনসহ আরো অনেকে।
এদিকে সরকারী সুবিধা প্রাপ্তিতে মুক্তিযোদ্ধার পরিবারকে সহযোগিতা করার আশ্বাস দিলেন স্থানীয় চেয়ারম্যান আহসানুল কবীর রিপন।
0Share