লক্ষ্মীপুরের রামগতি উপজেলার শ্রী শ্রী নিতাই গৌর আশ্রমে বিগ্রহ, স্বর্ণালঙ্কার, দানবাক্স ও বাদ্যযন্ত্র চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে অবস্থিত শ্রী শ্রী নিতাই গৌর আশ্রমে ওই চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোন এক সময়ে মন্দিরের দরজা ভেঙে প্রবেশ করে। এতে কয়েক লক্ষ টাকার স্বর্ণালঙ্কার, দানবাক্স চুরি হয়। এছাড়াও মন্দিরে প্রতিষ্ঠিত বিগ্রহ ও বাদ্যযন্ত্র চুরি হয়।
শ্রী শ্রী নিতাই গৌর আশ্রমের সভাপতি খোকন চন্দ্র সাহা জানান, ২টি বিগ্রহ, স্বর্ণের ২টি চেইন, ১০টি তুলসি পাতা, চূড়া, বাদ্যযন্ত্র এবং দানবাক্সে আনুমানিক ৪০-৫০ হাজার টাকা আমাদের মন্দির থেকে চুরি হয়।
শ্রী শ্রী নিতাই গৌর আশ্রমের সাধারণ সম্পাদক বিপুল সাহা জানান, দরজা ভেঙে এমন চুরির ঘটনা সনাতন ধর্মালম্বীদের ভাবিয়ে তুলেছে।
এলাকাবাসী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এবং সঠিক তদন্তের মাধ্যমে ওই ঘটনার সাথে জড়িতদের দ্রæত বের করার দাবীও জানান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, বিষয়টি সকালে শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ সাথে জড়িতদের দ্রুত বের করে আইনের আওতায় আনা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি।
0Share