লক্ষ্মীপুরে জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে গনসংযোগ আর দোয়া নিতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৬১০ জন।
এ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আবুল কাশেম জেহাদী ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকে সমাজকর্মী ও সফল ব্যবসায়ী মোঃ মাহফুজুর রহমান। তবে একটি ছাড়া সংরক্ষিত তিনটি সদস্য ও নয়টি সাধারণ সদস্য পদে প্রার্থী রয়েছেন একাধিক।
জয় নিশ্চিতে গ্রাম ছেড়ে শহরের ভোটারদের কাছেও ছুটেছেন অনেক প্রার্থীই। প্রতিদিনই প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররা চান নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে যোগ্য প্রার্থীকে মনোনীত করতে। দিন যতই ঘনিয়ে আসছে, ভোটের উত্তাপ ততই বেড়ে চলছে। নানা কৌশল আর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতিপক্ষকে ঘায়েল করার অভিযোগও রয়েছে প্রার্থীদের বিরুদ্ধে।
ভোটাররা বলছেন, সংঘাত আর প্রতিহিংসা নয়। অতীতে যাকে কাছে পেয়েছেন, সুখে-দুঃখে যিনি পাশে দাঁড়িয়েছেন, ভোটের মাধ্যমে তারা সেই যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন।
এদিকে ইউপি সদস্য প্রার্থী মোঃ আবুল খায়ের মন্টু জানালেন, অতীতের ন্যায় আবারো তিনি জনগণের খেদমত করতে চান। ৫নং ওয়ার্ডে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মোরগ প্রতিকে ভোট দিতে ভোটারদের কাছে দাবি জানান এ জনপ্রতিনিধি।
চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকের মোঃ মাহফুজুর রহমান জানালেন, ১৫টি নির্বাচনী ইশতেহার দেয়া হয়েছে। এ ইউনিয়নকে ডিজিটাল একটি ইউনিয়ন গঠনের অঙ্গিকার করেন এ চেয়ারম্যান প্রার্থী।
এদিকে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আবুল কাশেম জেহাদী জানালেন, সকল ষড়যন্ত্র ভেদ করে জনগণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতিকে ভোট দিয়ে তাঁকে আবারো জয়যুক্ত করবেন বলে তিনি আশাবাদী।
পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রদান করতে পারে সেজন্য প্রশাসন কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিংসহ পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানালেন পুলিশের এই কর্মকর্তা।
0Share