সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নে ৭৫জন, বড়খেরী ইউনিয়নে ২৫জন ও চর রমিজ ইউনিয়নে ৫০জন নারী সুফলভোগীর মাঝে ২০টি করে মোট ৩০০০টি মুরগী বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে ওই বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী।
এ সময় আরো উপস্থিত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ও অফিস স্টাফবৃন্দ।
উল্লেখ্য, রামগতি উপজেলার ৭টি ইউনিয়নে উক্ত প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। প্রতিটি ইউনিয়নে ৫০০জন করে মোট ৩৫০০জন সুফলভোগী প্রকল্পের আওতায় সুবিধা পাবে। এর মধ্যে ১৭৫০জন নারী সুফলভোগীর প্রত্যেকে ২০টি করে হাঁস ১টি শেড, ১৫৬ কেজি করে হাঁসের খাদ্য প্রয়োজনীয় ঔষধ ও টিকা প্রদান করা হবে। ১০৫০ জন নারী সুফলভোগীকে ২০ টি করে মুরগী ১ টি শেড ১৪৩কেজি করে খাদ্য প্রয়োজনীয় ঔষধ টিকা প্রদান করা হবে । ৩৫০ জন নারী ও ৩৫০ জন পুরুষ সুফলভোগীকে ০৩ টি করে ভেড়া ০১ টি শেড ৫৭.৬ কেজি খাদ্য প্রয়োজনীয় ঔষধ টিকা প্রদান করা হয়। ইতোমধ্যে ১৭৫০জন নারী সুফলভোগীকে ৩৫,০০০টি হাঁস; ৮৫০ নারী সুফলভোগীকে ১৭,০০০মুরগী ও ৩৫০ নারী সুফলভোগীকে ১০৫০টি ভেড়া, ৩৫০ পুরুষ সুফলভোগীকে ১০৫০টি ভেড়া প্রদান করা হয়েছে। ২৫৭৫টি শেড, ২,৭৩,০০০কেজি হাঁসের খাদ্য, ৯৪,২২৫কেজি মুরগীর খাদ্য ও ৪০,৩২০ কেজি ভেড়ার খাদ্য এবং প্রয়োজনীয় ঔষধ ও টিকা প্রদান করা হয়েছে।
0Share