অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হওয়ার অভিযোগ উঠে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আবদুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিমের বিরুদ্ধে। সম্প্রতি এবিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ হয়ে উঠে অভিভাবক ও সচেতন এলাকাবাসী। এতে বাধ্য হয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি ওই শিক্ষককে সাময়িক অব্যাহতি প্রদান করে। এদিকে ওই শিক্ষকের অনুসারীরা কয়েকজনের বিরুদ্ধে উদ্দেশ্যে ও হয়রানিমূলক মামলাসহ প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে ।
শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরে একটি বেসরকারী টিভির আঞ্চলিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী এক পরিবার।
সংবাদ সম্মেলনে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়ে তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষক আবদুর রহিমের বিচার এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে আনীত ষড়যন্ত্রমূলকভাবে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান ভুক্তভোগী পরিবার।
উল্লেখ্য, গত কিছুদিন পূর্বে ছাত্রীদের সাথে ফেসবুক ম্যাসেঞ্জারে চ্যাটের মাধ্যমে যৌন হয়রানি ও অপ্রীতিকর আচরণের অভিযোগে মানববন্ধন করে শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে জেলা শিক্ষা অফিসের নির্দেশনা অনুযায়ী প্রধান শিক্ষক আবদুর রহিমকে সাময়িক অব্যাহতি দিয়েছিল বিদ্যালয় পরিচালনা পর্ষদ।
0Share