পুলিশের জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দিয়ে উদ্ধার হলেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন চর আবদুল্যাহর চরে নৌকা নিয়ে আটকে পড়া ২৬ জন পর্যটক।
শনিবার পার্শ্ববর্তী নোয়াখালী জেলা থেকে আশরাফুল হক রোমান সহ ১৫ জনের একটি দল বিকালে চর আলেকজান্ডার ভ্রমণে আসেন। শুরুতে চর আলেকজান্ডার এসে বোট ভাড়া করে ২৬ জন যাত্রী নিয়ে চর আবদুল্যাহর চরে উদ্দেশ্য রওনা করেন। চর আবদুল্যাহর সৌন্দর্য উপভোগ শেষে গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্য রওনা করলে চরে নৌকা আটকে যায়, ফলে বিপাকে পড়েন পর্যটকরা।
উপায়ন্তর না পেয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দেন পর্যটকদের একজন। ফোন পেয়ে বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ কামরুজ্জামানের তদারকিতে তাদের উদ্ধার করা হয়।
উদ্বার হওয়া পর্যটক আশরাফুল হক রোমান বলেন, “চারদিকে যখন ঘোর অন্ধকার দেখতে ছিলাম তখনই জরুরী সেবা ৯৯৯ এ কল দিলাম এরপর আলোর পথ দেখিয়ে নিজেদের নতুন জীবন দান করলো পুলিশ। বড়খেরী নৌ-পুলিশের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। ফোন দেওয়ার পর থেকে সার্বক্ষনিক আমাদের সাথে তারা যোগাযোগ রেখেছেন”
বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ কামরুজ্জামান বলেন, নারী পুরুষ, শিশুসহ ২৬ জন পর্যটক নিয়ে উপজেলার চর আলেকজান্ডারস্থ চর আবদুল্যায় মাঝ নদীতে আটকে থাকার সংবাদটি পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি।দর্শনার্থীরা মেঘনা নদীর তীর রক্ষাবাঁধে বেড়াতে এসে নদীর মধ্যবর্তী আব্দুল্লারচরে ঘুরতে গেলে ফেরার পথে ভাটাজনিত কারনে ডুবন্থ চরে তাহাদের লাইফবোটটি আটকে গেলে নারী শিশুরা ভীত সন্তস্ত্র হয়। পরে তাদের উদ্ধার করে নিরাপদে সুস্থভাবে তীরে নামিয়ে দেওয়া হয়।
0Share