“গুনগত পরিসংখ্যান, উন্নত জীবনের সোপান” এমন প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে লক্ষ্ম ীপুরে পালিত হয়েছে জাতীয় পরিসংখ্যান দিবস। রোববার (২৭ফেব্রুয়ারী) দিবসটি উপলক্ষে সকালে জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন এর সভাপতিতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।
এসময় বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক হারুন অর রশিদ ও জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী।
বক্তারা বলেন, উন্নয়নে অংশীধার হতে হলে সঠিক তথ্য দিতে হবে। জনশুমারী ও গৃহগণনা সঠিক বাস্তবায়ন করতে সকলের সহযোগীতা প্রয়োজন উল্লেখ করে সকলকে জরীপে সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য সকলের প্রতি আহবান জানান বক্তারা।
0Share