লক্ষ্মীপুরে এক লাখ ১৫ হাজার ৬৮৯ পরিবারের মাঝে টিসিবির পণ্যসামগ্রী বিতরণ করা হবে। পবিত্র রমযান উপলক্ষ্যে সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরেও ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্যসামগ্রী এসব নি¤œ আয়ের পরিবারগুলোর মাঝে পৌঁছে দেয়া হবে। শুক্রবার (১৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের হলরুমে এক মতবিনিময় সভায় এই তথ্য নিশ্চিত করা হয়। এদিকে সুবিধাভোগী এসব পরিবারগুলোকে সুলভ মূল্যে পণ্য দিতে নির্ধারিত কার্ড বিতরণ কার্যক্রমও ইতিমধ্যে শেষ হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
মতবিনিময় সভায় জানানো হয়, ২০ মার্চ জেলার পাঁচটি উপজেলায় ৯ হাজার ৮৮টি পরিবার ও ২১ মার্চ জেলার পাঁচটি উপজেলার ৭ হাজার ৮১৪টি পরিবারকে টিসিবির পণ্য ক্রয়ের সুবিধা দেওয়া হবে। পাঁচ উপজেলায় ১৩ জন ডিলারের মাধ্যমে এই পণ্য বিতরণ কার্যক্রম শুরু হবে।
টিসিবির ডিলারদের নির্ধারিত গাড়ি থেকে চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মসুর ডাল কেজি প্রতি ৬৫ টাকা, সয়াবিন তৈল কেজি প্রতি ১১০ টাকা ও ছোলা কেজি প্রতি ৫০ টাকা দরে ক্রয় করতে পারবেন উপকারভোগীরা।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নুর এ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) নিগার সুলতানা, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আবদুল মালেকসহ জেলায় কর্মরত সাংবাদিকরা ।
0Share