লক্ষ্মীপুরের রামগতিতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ (বকনা বাছুর) বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর এ আয়োজন করেন। এসময় ১০ জন সুফলভোগীর মাঝে একটি করে বকনা বাছুর বিতরণ করা হয়।
উক্ত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী, লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপ-প্রকল্প পরিচালক মোঃ আনোয়ার হোসেন, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু, ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন সহ প্রমুখ।
0Share