লক্ষ্মীপুরের রামগতিতে ইলিশ রক্ষায় জাটকা নিধন না করার আহ্বান জানিয়ে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অধিদফতর এ সভার আয়োজন করেন।
মঙ্গলবার (৫ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার চরগাজী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জাটকা রক্ষা ও মৎস্য অভয়াশ্রম কার্যক্রম বাস্তবায়নে এক জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) ফেরদৌস আহম্মদের সভাপতিত্বে উক্ত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি ছিলেন চরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন।
এসময় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
এতে উপস্থিত ছিলেন ইউ.পি সদস্য মো. নাসির উদ্দিন, মো. শেখ ফরিদ, আশ্রাফ উদ্দিন, শতাধিক জেলে, স্থানীয় লোকজন প্রমুখ। এসময় বক্তারা স্থানীয় জেলে সম্প্রদায়ের প্রতিনিধিদের জাটকা না ধরার আহ্বান জানিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
0Share