মিসু সাহা নিক্কনঃ লক্ষ্মীপুরের রামগতিতে ৫ দিন ব্যাপি ৯৬তম বার্ষিক ৪০ প্রহর মহানামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা চরলক্ষ্মী গ্রামের ভবানী সাহার বাড়ী প্রাঙ্গণে শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রমে ব্রহ্মমুহুর্ত থেকে মহানামযজ্ঞ শুরু হয়েছে এবং এ উৎসব চলবে রবিবার (১লা মে) ভোর পর্যন্ত।
ঐতিহ্যবাহী শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রম বাংলা ১৩৩৩ সালে স্বর্গীয় ভবানী সাহা প্রতিষ্ঠিত করেন। শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রমের উৎসব পরিচালনা কমিটির পক্ষ থেকে সকলকে আমন্ত্রন জানানো হয়েছে। কুসংস্কারের আজকের পৃথিবী যখন আবিলতাময় ঠিক অনাসৃষ্টির মূহুর্তে পরম পুরুষ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর সনাতনী শ্বাশত সমন্বয়ের বানী “হরিনাম” প্রচার করেন। দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি ও কল্যাণ কামনায় উক্ত মন্দিরে প্রতি বছরের ন্যায় এবারও সাস্প্রদায়িকতা, বর্ণ বিভেদ, হিংসা-দ্বেষ ভুলে “হরিনাম” প্রচার ও বিশ্ব মঙ্গলার্থে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে।
শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রমের উৎসব পরিচালনা কমিটির সদস্য সচিব রনজিৎ কুরী বলেন, স্বর্গীয় ভবানী চরণ সাহার দীর্ঘ বছরের প্রতিষ্ঠিত মন্দিরে ৫ দিন ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। বিগত দুই বছর মহামারি করোনা ও বিভিন্ন জটিলতার কারণে ব্যাপকভাবে না হয়ে শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ করা হয়েছে। ৯৬তম এবারের উৎসবে সকলের ঐকান্তিক সহযোগীতা কামনা করছি।
উল্লেখ্য: এটি রামগতি দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ মহানামযজ্ঞানুষ্ঠান। এছাড়াও মহানামযজ্ঞানুষ্ঠান উপলক্ষে উৎসব পরিচালনা কমিটির উদ্যেগে মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর আয়োজন করা হয়েছে। প্রতিদিন এই মহতী হরিনাম মহাযজ্ঞ উৎসবে আগত সকল ভক্তবৃন্দের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এবং শনিবার মধ্যাহ্নে বিতরণ করা হবে মহাপ্রসাদ। রবিবার অরুনোদয়ে মহানাম সংকীর্ত্তন সমাপন, নগর সংকীর্ত্তন, ব্রজ ধূলা গ্রহণ ও মহন্ত বিদায়ের মাধ্যমে উক্ত উৎসবের সমাপ্তি হবে।
0Share