লক্ষ্মীপুরের রামগতিতে বজ্রপাতে কালু মাঝি (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কালু মাঝি ওই গ্রামের বাসিন্দা। এসময় মো. রিপন নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
এদিকে রামগতিতে বদ্দার হাটের উত্তর এলাকায় বালু বোঝাই একটি বলগেট থেকে পড়ে মোন্তাজ মোল্লা (৫৮) নামে সুকানী নিখোঁজ হয়েছেন। বুধবার সকাল থেকে ডুবুরি দিয়ে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিস। গতকাল মঙ্গলবার বিকেলে নিখোঁজ হওয়া মোন্তাজ মোল্লা পটুয়াখালী সদরের বাসিন্দা আমজাদ মোল্লার ছেলে।
নিখোঁজ হওয়া মোন্তাজ মোল্লার ভাতিজা সাইফুল ইসলাম জানান, বালু বোঝাই একটি বলগেটটি ভোলা থেকে আলেকজান্ডার বদ্দার হাট ঘাটে আসতেছিল। পথিমধ্যে সূয়ানের (বলগেট দিক নির্ধারক যন্ত্র) ধাক্কা লেগে চাচা মেঘনা নদীতে পড়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত চাচার সন্ধান মেলেনি।
রামগতি ফায়ার সার্ভিসের অফিস সূত্রে জানা যায়, গতকাল নিখোঁজ হওয়ার পর থেকেই উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তারা। চাঁদপুর থেকে আগত ডুবুরি টিম বদ্দার হাটের উত্তর এলাকা সোনালী গ্রাম সংলগ্ন স্থানে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কাজ করছেন।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তিনি স্থানীয়ভাবে শুনেছেন। নিখোঁজ হওয়া ব্যক্তিকে ডুবুরি দিয়ে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিস।
মিসু সাহা নিক্কনঃ
0Share