লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ঘর পাবার পাশাপাশি পরিবেশ বান্ধব গাছের চারা উপহার হিসেবে পেয়েছেন চর পোড়াগাছা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা।
শনিবার (২ জুলাই) বিকালে উপজেলার চর পোড়াগাছা আশ্রয়ণ প্রকল্পে গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী।
এসময় তিনি আশ্রয়ন প্রকল্পের বসবাসরতদের হাতে ফলজ, বনজ ও ওধুধি গাছের চারা তুলে দেন। প্রতিটি পরিবারের হাতে ফলজ, বনজ ও ওষুধিসহ মোট ২০টি করে চারা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা আবদুল বাচেত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী বলেন, ‘আশ্রয়হীনদের ঘর দেওয়ার পাশাপাশি ২ শত পরিবারের মাঝে ২০টি করে গাছের চারা দেওয়া হয়েছে। এরমধ্যে নারিকেলের চারা রয়েছে চারটি করে।’
0Share