লক্ষ্মীপুরের রামগতিতে বাক্ প্রতিবন্ধি ও পঙ্গু এক অজ্ঞাত বৃদ্ধ (৬০) কে নিয়ে স্বজনদের খোঁজে আটো রিক্সা যোগে এদিক ওদিক ঘুরছেন কয়েকজন এলাকাবাসী।
বুধবার (১৩ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় স্বজনদের খোঁজ নিতে তাদের চেষ্টা চালাতে দেখা যায়। এরআগে গত ২২ জুন নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার পরিস্কার বাজারে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে এলাকাবাসী। বাক্ প্রতিবন্ধি হওয়াতে কোন তথ্য মেলেনি ওই বৃদ্ধের, এনিয়ে চরম সমস্যার মধ্যে দিনাতিপাত করছেন এরসাথে জড়িত কয়েকজন।
স্থানীয় কৃষক মো. আবুল খায়ের জানান, ওই দিন সকালে তিনি (অজ্ঞাত বয়স্ক লোক) লাঠি ভর দিয়ে পরিস্কার বাজারে ভিক্ষা করছেন। রাস্তা পার হওয়ার সময় ট্রাক দুঘর্টনায় তার আরেক পা হারায়। ট্রাকে যখন ওই বৃদ্ধের পা চাপা পড়ে তখন আমরা দৌড়ে ট্রাক আটক করি এবং তাকে হাসপাতালে পাঠাই। পরবর্তীতে চর জব্বার থানা পুলিশের সহযোগিতায় ট্রাক চালকের জরিমানা করা অর্থ দিয়ে তার চিকিৎসার খরচ চালানো হয়। এদিকে থানা থেকে একটি হুইল চেয়ারও সহযোগিতা পেয়েছি। দীর্ঘদিন হওয়ার পরেও তার স্বজনদের খোঁজ না পাওয়ায় আমরা খুব শঙ্কিত।
স্থানীয় শ্রমিক মো. সোহেল জানান, ট্রাক দুঘর্টনার পর থেকে হাসপাতাল নেওয়াসহ বর্তমানে আমি তার দেখাশুনা করছি। আমি কাজ কাম করে জীবিকা নির্বাহ করি, এরমধ্যে এ পঙ্গু বৃন্ধকে নিয়ে মহা বিপদের মধ্যে আছি। আগেতো এক পা দিয়ে ভিক্ষা করতো এখনতো একেবারেই ঘরে বসা। এ অচল মানুষটিকে সব সময় দেখাশুনা করে রাখতে হয়। নিজের বিবেকের কারণে কোথাও রেখেও দিয়ে আসতে পারি না। স্বজনদের সন্ধান পেলে তাকে বুঝিয়ে দিতে পারলে শান্তি পেতাম।
এখন পর্যন্ত তাঁর খোঁজ না পাওয়ায় আমরা খুবই অশান্তিতে আছি। এখন পর্যন্ত স্বজনদের সন্ধান মিলছে না, যদি কোন হৃদয়বান ব্যক্তি ওই অজ্ঞাত লোকের স্বজনদের সন্ধান পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে এই মোবাইল নম্বরে দ্রুত যোগাযোগ করুন- ০১৮৫৮-৭৮৭২১২, ০১৮৫৫৮৮৩৪৪৩।
0Share