আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীণ দিবস আজ। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। দিবসটি উপলক্ষ্যে শনিবার (১৬ জুলাই) বিকালে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ সভাপতি পদপ্রার্থী এইচএম মাঈন উদ্দিন ইফতির উদ্যোগে ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিল করে নেতাকর্মীরা।
পাঁচ সহস্রাধিক নেতাকর্মী নিয়ে মিছিলটি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বিপণী বিতানের সামনে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না, সাবেক ছাত্রলীগ নেতা জাকির আল মামুন ভূঁইয়া, মনিরুজ্জামান পাটোয়ারী, জালাল উদ্দিন রুমি, সোহাগ পাটোয়ারী, আশরাফুল আলম, আমজাদ হোসেন আজিম ও আলমগীর হোসেন।
সেনাসমর্থিত ১/১১ এর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেপ্তার হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কারাগারের অভ্যন্তরে শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়েন। তখন বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপসহীন মনোভাব ও অনড় দাবির মুখে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।
এরপর থেকে দিনটি শেখ হাসিনার কারান্তরীণ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।
0Share