লক্ষ্মীপুরের রামগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সালা উদ্দিন মনিরের বসতঘরে হামলার অভিযোগ উঠেছে তার ভাই জহির হোসেনের বিরুদ্ধে। উভয় পরিবারের চলাচলের পথকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। গেলো মঙ্গলবার (১৯ জুলাই) উপজেলার কালিকাপুর এলাকার হাসেম কন্ট্রাক্টরের বাড়ীতে এঘটনা ঘটে। এ ঘটনার দুইদিন পর হয়রানি করতে বড় ভাই মনির, তার স্ত্রী পান্না বেগম ও ছোট ভাই আরিফ হোসেনের বিরুদ্ধে লক্ষ্মীপুর আদালতে সিআর ২৪৪/২২ মামলা করেছে মেজ ভাই জহির হোসেন, দাবি মনির হোসেন ও তাদের মা মনোয়ারা বেগমের।
তাদের মা মনোয়ার বেগম, বড় ভাই মনির ও ছোট ভাই আরিফসহ স্থানীয় কয়েকজন জানালেন, তিন ভাইয়ের মধ্যে জহির মেজো। পেশায় ইলেক্ট্রিক মেস্ত্রী জহির স্ত্রী লিপি আক্তারকে নিয়ে একই বাড়ীতে আলাদা বসবাস করেন। সম্পত্তি ও চলাচলের পথ নিয়ে ভাইদের মাঝে একাধিকবার বৈঠকও হয়। সম্প্রতি সরকারি রাস্তার দুইটি পিলার চুরি করে জহির দখলের উদ্দেশ্যে ওই পিলার দুইটি মনিরের ঘরের পাশে স্থাপন করে। মনির এর কারণ জানতে চাইলে উভয় পরিবারের মাঝে বাকবিতন্ডা শুরু হয়। এসময় জহির ও তার স্ত্রী দেশীয় অস্ত্র নিয়ে মনিরের বসতঘরে হামলা চালায়। এসময় মনির ও তার পরিবার ভয়ে ঘরের ভেতর লুকিয়ে থাকলেও জহিরের স্ত্রী নিজের হাতে নিজে আঘাত করে উল্টো ওই পরিবারের অপর সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে, এমনটিই দাবি করছেন তারা।
জহিরের স্ত্রী লিপি আক্তার জানায়, সরকারি পিলার পড়ে থাকায় তারা সেগুলো নিয়ে চলাচলের রাস্তা দেয়ার জন্য মনিরের ঘরের পাশে রাখা হয়। কিন্তু মনির সেগুলো ভেঙ্গে ফেললে বাকবিতন্ডার সূত্রপাত হয়। এসময় তাকে ভাসুড় মনিরসহ অন্যরা মারধর করেছে বলে দাবি করেন তিনি।
এদিকে ঘটনার সময় আরিফ ঘটনাস্থলে না থাকলেও এ মামলায় তাকেও আসামী করায় সে ক্ষোভ প্রকাশ করে। তবে বেপরোয়া জহির ও তার স্ত্রী লিপি তাদের মা মনোয়ারা বেগম ও তার পরিবারের অপর সদস্যদের নানাভাবে অত্যাচার করে, এমনটিই দাবি করেন তাদের মা মনোয়ার বেগম।
0Share