আবেঘগণ পরিবেশ ও অশ্রুসিক্ত নয়নে লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড.এএইচএম কামরুজ্জামানকে পদোন্নতিজনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরী ও টাউন হলে জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদের সঞ্চালনায় সব শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে শনিবার রাতে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে ও নাগরিক সংবর্ধনা কমিটি উদ্যোগে লক্ষ্মীপুরের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ড. এএইচএম কামরুজ্জামান পিপিএম-সেবা ও তাঁর সহধর্মিণী লক্ষ্মীপুর পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী কাজী বন্যা আহমেদকে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-০২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন।
এসময় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-০১ আসনের সংসদ সদস্য ড.আনোয়ার হোসেন খাঁন, জেলা আওয়ামীলীগ সভাপতি মিয়া মো: গোলাম ফারুক পিংকু, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ডিডি বশির আহমেদ, রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আকম রুহুল আমিন, রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, লক্ষ্মীপুর কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মাইনউদ্দিন পাঠান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নুরুল হুদা পাটোয়ারী, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জিয়াউল হুদা আপলু ও প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল।
এসময় উপস্থিত ছিলেন, যমুনা টিভি প্রতিনিধি আনিছ কবির, দৈনিক শেয়ার বিজ ও লক্ষ্মীপুর ২৪ প্রতিনিধি জুনায়েদ আহম্মেদ, আরটিভি প্রতিনিধি পলাশ সাহা, দৈনিক সংবাদ সারাবেলা ও দেশযোগ টিভি প্রতিনিধি মাহমুদুর রহমান মনজুসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মংনেথোয়াই মারমা, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো: শাহাদাত হোসেন টিটো, লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধাগণ, লক্ষ্মীপুর বনিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক সাইফুল হাসান পলাশ, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিগণ ও বিভিন্ন পর্যায়ের পেশাজীবীসহ আরো অনেকে।
এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সংবর্ধিত দুই অতিথিকে নিয়ে তিন বছর ২৪ দিনের নানা স্মৃতিচারণ করেন বক্তারা।
0Share