“দুর্যোগের আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরের রামগতিতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের আয়োজনে এ কর্মসূচী পালিত হয়। উপজেলা পরিষদের সামনে থেকে অনুষ্ঠিত র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় সভায় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ, ভাইস চেয়ারম্যান মো: রাহিদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জসিম উদ্দিন, সিপিপি টিম লিডার মাঈন উদ্দিন খোকন, ইউপি চেয়ারম্যানগণ, সিপিপি সদস্য সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।
এসময় দুর্যোগে নৌকা ডুবিতে ক্ষতিগ্রস্থ দুই পরিবারকে ৭ হাজার টাকা করে এবং বজ্রপাতে নিহত ক্ষতিগ্রস্থ এক পরিবারকে ২০ হাজার টাকা প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে আলেকজান্ডার মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ঝূর্ণিঝড় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
মিসু সাহা নিক্কন10//22
0Share