দেশের জনগণকে পরিপূর্ণ স্বাস্থ্য সেবার আওতায় আনতে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) নামক স্বাস্থ্য বীমা চালু করেছে সরকার। বিগত ২০১৬ সালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এই বীমার কার্যক্রম প্রথম শুরু হয়। এরি ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলার উপকূলীয় রামগতি উপজেলায় এই বীমা কার্যক্রম চালু হতে যাচ্ছে।
সূত্রে জানা যায়, উপজেলায় প্রায় ৩০ হাজার দরিদ্র পরিবারকে একটি করে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। এ কার্ড দেখানোর মাধ্যমে এ পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি, ১১০টি রোগের পরীক্ষা, বিভিন্ন ধরনের অপারেশন সুবিধা, ওষুধ ও বিনামূল্যে পূর্ণ চিকিৎসা পাবেন। এটি শুধুমাত্র হাসপাতালে ভর্তিকৃত রোগীদের জন্য প্রযোজ্য। পাশাপাশি পরিবার প্রতি ১ হাজার টাকা প্রিমিয়ামও দিবে সরকার। নিয়ম অনুযায়ী প্রতিটি পরিবার বছরে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা পাবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামনাশিস মজুমদার বলেন, আগামী এপ্রিল মাস থেকে এই কার্যক্রম শুরু হবে রামগতি উপজেলায়।এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা অগ্রাধিকার প্রকল্প, যার মধ্যেমে দেশের জনগন টাকার অভাবে চিকিৎসা সেবা থেকে আর বঞ্চিত হবেন না।বাংলাদেশের ৬টি জেলায় এই কার্যক্রম শুরু হয়েছে, তার মধ্যে লক্ষ্মীপুরের রামগতি আর রায়পুর রয়েছে।রামগতির প্রান্তিক মানুষের জন্য এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। তারই ধারাবাহিকতায় গত বুধবার স্বাস্হ্য মন্ত্রণালয়ের একটি টিম রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং সার্বিক ব্যবস্হার উচ্ছ্বসিত প্রশংসা করেন।
মিসু সাহা নিক্কন/29/22/51
0Share