সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
ব্লাড ক্যান্সারে আক্রান্ত আরমান বাঁচতে চায়

ব্লাড ক্যান্সারে আক্রান্ত আরমান বাঁচতে চায়

0
Share

ব্লাড ক্যান্সারে আক্রান্ত আরমান বাঁচতে চায়

মেধাবী ছাত্র মোঃ আরমান হোসেন জিহাদ (৮)। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামগতি ষ্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণিতে পড়ালেখা করে সে। ছোট্ট বয়সেই শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। কিছুদিন ধরে সে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ছিল।বর্তমানে অর্থাভাবে বিনা চিকিৎসায়, বিনা ঔষধে উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের কলোনী বাড়িতে যন্ত্রণায় কাতরাচ্ছে।

আরমান হোসেন জিহাদের চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। কিন্তু তার পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। দিন মজুরের কাজ করেন তার বাবা মোঃ আলী হোসেন। স্ত্রী ও তিন ছেলেমেয়েকে নিয়ে তার আয়েই চলে পুরো সংসার ।
আরমানের বাবা আলী হোসেন বলেন, আমার মেঝ ছেলের ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। ওর চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন। নোয়াখালী সহ ঢাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করতে গিয়ে আমার সর্বস্ব শেষ হয়ে যায়। বর্তমানে অর্থের অভাবে বিনা চিকিৎসায় পড়ে আছে আমার ছেলেটি।

তিনি বলেন, নিজের সংসার ঠিকমতো চালাতে পারি না, ছেলের চিকিৎসা কী করে করব, ভেবে কূল পাই না।

চরগাজী ইউনিয়নের স্থানীয় বাসিন্দা নোমান উদ্দিন ও মেহেদী হাসান রিপন জানান, অত্যন্ত মেধাবী শিক্ষার্থী আরমান হোসেন। তার অসুখের কথা শুনে আমরা ভীষণ চিন্তিত।

আরমানের মা রোকেয়া বেগম বলেন, ‘আমার ছেলের চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণ টাকা খরচ হয়ে গেছে। কিন্তু এতদিন চিকিৎসার পর কোনও ধরনের উন্নতি না হওয়ায় আমার পরিবারের পক্ষ থেকে এত টাকা জোগাড় করা অসম্ভব। যত সময় যাবে ততই শরীরে ব্যাঘাত ঘটবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।’

বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে রোকেয়া বেগম বলেন, ‌’আপনাদের ভালোবাসার উপহার আর আল্লাহর রহমতেই আরমানকে নতুন জীবন দিতে পারবে ইনশাল্লাহ। আরমান একটা ভালো চিকিৎসার ব্যবস্থা করতে আপনাদের সহায়তা একান্ত কাম্য। ছেলের উন্নত চিকিৎসার জন্য যার যার অবস্থান থেকে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকার অনুরোধ জানান এই মা।’

সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও প্রবাসীদের কাছে সাহায্যের অনুরোধ জানিয়েছেন আরমানের বাবা আলী হোসেন। সাহায্য পাঠানোর ঠিকানা- ০১৯৬৫-০৫১২৪৭ (বিকাশ), প্রয়োজনে-০১৮৫৮-০৫০১০৫।

মিসু সাহা নিক্কন./23

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের প্রতিবেদক আবদুর রহমানের বাবা আর বেঁচে নেই

ডা. আমান উল্লাহ এর উদ্যোগে লক্ষ্মীপুরের অর্ধশতাধিক মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না- তানিয়া রব

লক্ষ্মীপুরে কর্মীদের নিজস্ব খরচে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াতের দুই প্রার্থীর শোভাযাত্রা

কমলনগরে জেলেদের দেড় মে.টন চালে পচন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com