লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৬নং চর আলগী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পাওয়া প্রার্থী জাকির হোসেন চৌধুরী বিজয়ী।
গতকাল শুক্রবার সকালে রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কাজী হেকমত আলী এ তথ্য নিশ্চিত করেন। এরআগে বৃহস্পতিবার ৯টি কেন্দ্রে ৫৩টি আলাদা বুথে সকাল ৮.৩০ মিনিট থেকে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত।
৯ টি ভোট কেন্দ্রে ৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে শান্তি শৃংখলায় নিয়োজিত ছিল বিপুল সংখ্যক র্যাব, ডিবি পুলিশ, বর্ডার গার্ড, কোস্টগার্ড, পুলিশ ও আনসার সদস্যরা। এছাড়াও তৎপর ছিল ষ্ট্রাইকিং ফোর্স।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানায়, নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত নৌকা প্রতীক পাওয়া প্রার্থী এবং সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী পেয়েছেন ৩৭০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ কারিমুল মাওলা ওরফে সাহেদ আলী মনু (আনারস) পেয়েছেন ৩৬১২ ভোট, মোঃ দেলোয়ার হোসেন (মোটর সাইকেল) পেয়েছেন ২১৪০ ভোট, মোঃ নুরুল ইসলাম (চশমা) পেয়েছেন ১৩৪০ ভোট এবং নাদিয়া সুলতানা মিলির (টেবিল ফ্যান) পেয়েছেন ২৮২ ভোট।
ভোটাররা জানান, ভোটের এমন সুষ্ঠু পরিবেশে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে নিজের কাছে অনেক ভাল লাগছে।
এ ইউনিয়নের মোট ভোটার ২৩ হাজার ৮৫০ জন। কিছু কিছু কেন্দ্রে ভোটারের উপস্থিতির কারণে নির্ধারিত সময়ের পরেও ভোট গ্রহণ করা হয়েছে।
মিসু সাহা নিক্কন/বার্তা/23/03
0Share