লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া)’র নির্বাচন উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জুন) সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে ফারিয়া‘র এ নির্বাচনের আয়োজন করা হয়। এ নির্বাচনে রামগতি উপজেলায় কর্মরত বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধি ও ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া)এর ৮৪ জন সদস্যের অংশগ্রহণে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নির্বাচনে ৭ম বারের মত সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় খন্দকার নজরুল ইসলাম (মাসুদ) ও কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমিনুল ইসলাম নির্বাচিত হন।
এদিকে ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম (লিডার), সাংগঠনিক সম্পাদক পদে আবদুর রহমান এবং ক্রীড়া ও প্রচার সম্পাদক পদে তরিকুল ইসলাম নির্বাচিত হন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মাসুদ জাহান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হযরত আলী, উপজেলা ড্রগিষ্টস্ এন্ড কেমিস্টস্ সমিতির সভাপতি খন্দকার যোবায়ের, সাংবাদিক মিসু সাহা নিক্কন।
নবনির্বাচিত এ কমিটি আগামী দুই বছর রামগতি উপজেলা ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া)’র দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য: সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মাসুদ জাহান, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মেজবাহ উদ্দিন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অজয় সাহা, কমলনগর ফারিয়া’র সভাপতি সাইফুল ইসলাম, কমলনগর ফারিয়া’র সাধারণ সম্পাদক মো. রুবেলের পরিচালনায় ওই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরআগে রামগতি ফারিয়া’র নির্বাচন বিগত ২০২০ সালে অনুষ্ঠিত হয়েছিল।
misusahaniccon/news/06-23
0Share