সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে গোডাউনসহ ১৪টি দোকান পুড়ে ছাই!

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে গোডাউনসহ ১৪টি দোকান পুড়ে ছাই!

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে গোডাউনসহ ১৪টি দোকান পুড়ে ছাই!

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চৌধুরী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে মালামালসহ ৯টি দোকানঘর ও ৫টি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার চৌধুরীর হাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, ভোর ৫টার দিকে বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি ফায়ারসার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ততৎক্ষনে বাজারের গোডাউনসহ ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে টেলিকম দোকান, কারখানা, কাপড়ের দোকন, মুদি দোকান, ঔষুধের দোকান, সারের দোকান, দধির দোকান ও গোডাউনে আগুন লেগে ভস্মিভূত হয়ে যায়।

রায়হান টেলিকমের সত্বাধীকারী ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী রায়হান কান্না কন্ঠে বলেন, ভাই আমরা সর্বহারা হয়ে গেছি। আমার আর কিছুই রইল না। পরিবারের একমাত্র রুজির প্রধান উৎস, কিন্তু সেই দোকনটাই এখন ছাই হয়ে গেছে। আগুন লেগে আমার দোকান ও মোবাইল সামগ্রীর কারখানা ভস্মিভূত হয়ে আমাদের সব শেষ।

মুদি দোকানের মালিক আমির হোসেন বলেন, আমার দোকানের কিছুই রক্ষা হয়নি। আমার প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
রামগতি ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) খোকন মজুমদার বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। রামগতি ফায়ারসার্ভিসের সদস্য ও স্থানীয়দের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুুত করা হয়েছে। বরাদ্দ পেলে সহায়তা প্রদান করা হবে।

মিসু সাহা নিক্কন/বার্তা/08-23

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে অবৈধ বিদ্যুৎ সংযোগে চলছে ৪৯টি ইটভাটা

সবাইকে ‘খুশি’ করে চলছে অবৈধ ৪৯ ইটভাটা ! তিন বছরে বেড়েছে ১১টি!

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

মাদক যেন সমাজকে ব্যাধিতে পরিণত করতে না পারে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে এক ইলিশ বিক্রি হলো ৯ হাজার ২শ টাকায়

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com