সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

রামগতিতে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

0
Share

রামগতিতে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু খাল পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লক্ষ্মীপুরের রামগতিতে দীর্ঘদিনের সমস্যা জলবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে সমবায় খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পৌরসভাস্থ সমবায় খাল পরিষ্কারের মাধ্যমে এ অভিযান উদ্বোধন করা হয়।

পৌরসভার এ খালটি ২ কি.মি পরিষ্কার পরিচ্ছন্নতা  অভিযান পরিচালনা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্বেচ্চাসেবকবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, ‘যতই সমস্যা থাকুক, না কেন, সকলের ঐকান্তিক সমন্বয়ে এ সমস্যার শতভাগ সমাধান সম্ভব। জলাবদ্ধতা কিংবা দীর্ঘদিন ধরে বন্যার পানি জমে থাকার বড় কারণ হচ্ছে এখানে পানির অবাধ প্রবাহ নষ্ট হয়ে যাওয়া। বিভিন্ন এলাকায় রয়েছে প্রাকৃতিক প্রতিকূলতা ও মানবসৃষ্ট প্রতিকূলতা। অসৎ উদ্দেশ্য নিয়েও অনেক প্রতিকূলতা সৃষ্টি করা হয়েছে। আমরা সবকিছু পরিষ্কার করতে চাই, চাই জঞ্জাল মুক্ত একটি রামগতি। উপকূলীয় এ উপজেলার পৌর এলাকা ও কয়েকটি ইউনিয়নের খাল ও ভুলুয়া নদীর পানির প্রবাহ ঠিক করতে পারলেই থাকবে না আর জলাবদ্ধতা। সবার সহযোগিতা পেলে এ পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে পারবে উপজেলা প্রশাসন।’

উল্লেখ্য, সম্প্রতি টানা অতি বৃষ্টিতে এ অঞ্চলে চরম জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে কয়েকটি এলাকায় কৃত্রিম বন্যা দেখা যায়। অন্যদিকে গত ২২ আগস্ট নোয়াখালীর বন্যার পানি রামগতিতে ঢুকতে শুরু করলে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন। এ সমস্যা সম্পূর্ণ  মানবসৃষ্ট, জলাবন্ধতা থেকেই মূলত এ বন্যার উৎপত্তি।

 

Misu Saha Niccon/News Editor/09/24

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ শিকার, লক্ষ্মীপুরে জব্দ দেড় লাখ মিটার জাল

নিষেধাজ্ঞা না মেনে রামগতির মেঘনায় মাছ ধরায় দায়ে জেলে আটক

রামগতিতে অবৈধ ইটভাটা বন্ধে সভা

রামগতিতে ১০ হাজার টাকায় বিক্রি হলো একটি ইলিশ

মেঘনায় ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ

মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com