সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

194
Share

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ রামগতি উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহনির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ।

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা ও সদর উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্য ও হতদরিদ্রদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপি কুমিল্লা রেজের রেঞ্জ কমান্ডার মাহবুবুর রহমান, পিএএমএস।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) শিরিন সুলতানা, কুমিল্লা রেঞ্জ সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ তানজির আজাদ, রামগতি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামীম আরা বেগম, উপজেলা প্রশিক্ষক হাসান আহমেদ সহ লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারী, সদস্য-সদস্যা ও বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ সহ প্রমুখ।

অনুষ্ঠানে রামগতি উপজেলার ০৫জন ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্য ও সদর উপজেলার ০৯জন হতদরিদ্র পরিবার সহ লক্ষ্মীপুরের মোট ১৪ জনকে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়।

আনসার ও ভিডিপি সূত্র জানায়, সাম্প্রতিক বন্যায় কুমিল্লা রেঞ্জের অধিনস্ত কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলায় অসংখ্য মানুষ গৃহহীন হয়ে মানবেতর জীবন-যাপন করছে। পূর্নবাসন কার্যক্রমের অংশ হিসেবে উক্ত চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৭ জন গৃহহীন সদস্যদের মাঝে গৃহহীনদের ঘর মেরামত ও সংস্কার করে দেওয়ার জন্য গৃহ নির্মাণ উপকরণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া বন্যায় বীজতলা ক্ষতিপ্রাপ্ত ৫০০ জন অসহায় জনগণ ও আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে আমন ধানের চারা রোপন করে দেওয়া হয়।

লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক ও লক্ষ্মীপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) শিরিন সুলতানা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত স্বেচ্ছাসেবী সদস্যরা প্রত্যেকে ৯ ফুট ঢেউ টিন-২৪টি, ৬ ফুট টিন-১২টি, রিজ/টুয়া-০৭টি, আরসিসি পিলার-১৮টি, তারকাটা, টোপ পেরেক, টিন স্ত্রু, জিআই তারসহ অন্যান্য জিনিসপত্র এবং পরিবহন ব্যয় ও ঘর তৈরীর জন্য শ্রমিক মজুরী বাবদ নগদ অর্থ প্রদান করা হয়েছে। এ সমস্ত উপকরণ এবং অর্থ দ্বারা একজন স্বেচ্ছাসেবী সদস্য ও একটি  অসহায় পরিবার তার ক্ষতিগ্রস্ত ঘর সম্পূর্ণ তৈরী করতে সক্ষম হবে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ জন সম্পৃক্ত শৃঙ্খলা বাহিনী। এ বাহিনীর স্বেচ্ছাসেবী সদস্যরা বন্যা পরবর্তী পুর্নবাসন প্রক্রিয়ায় বিভিন্ন ক্ষেত্রে সাধারণ জনগণের সেবার কাজ করছে। জনসেবামূলক কাজের অংশ হিসেবে আজকে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পর্যায়ক্রমে এ ধরণের পুর্নবাসন উদ্যোগ আনসার ও ভিডিপির পক্ষ হতে আরো গ্রহণ করা হবে।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় খালাস পেলেন বিএনপি নেতা এ্যানিসহ ৯ জন

অবৈধ দখল আর দূষণে রামগতির জনগুরুত্বপূর্ণ খালটি প্রায় মৃত

একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের সেচ্ছাসেবীদের ঈদ পুনর্মিলনী

জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে যৌথ অভিযান

চিরনিদ্রায় শায়িত হলেন পুলিশ সদস্য সাইফুল

রামগতির মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com