ছবিটি রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স থেকে তোলা।
লক্ষ্মীপুরের সকল ইউনিয়ন পরিষদসমূহে পাবলিক লাইব্রেরি স্থাপন কার্যক্রমের অংশ হিসেবে আজ রামগতির ৪টিসহ মোট ৩৬টি ইউপি কমপ্লেক্সে পাবলিক লাইব্রেরির উদ্বোধন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এর উদ্যোগে জেলার ৫টি উপজেলার ৩৬টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে পাবলিক লাইব্রেরি স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। ইউপি কমপ্লেক্সে আগত সেবাপ্রার্থীরা নাগরিক সেবা গ্রহণের পাশাপাশি বই পড়ায় উৎসাহিত করতে মূলত এ উদ্যোগ হাতে নেন তিঁনি।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ও চরশাহী ইউনিয়ন পরিষদসহ সামগ্র জেলার ৩৬টি ইউপি কমপ্লেক্সে স্থাপিত পাবলিক লাইব্রেরির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও লেখক কুদরত-ই-হুদা, কবি ও সম্পাদক জুননু রাইন।
রামগতি উপজেলার ৪টি চর আলেকজান্ডার, চর রমিজ, চর পোড়াগাছা ও চর গাজী ইউনিয়ন পরিষদসহ জেলার ৩৬টি ইউপি কমপ্লেক্সে একযোগে লাইব্রেরি শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ইউনিয়নের নাগরিকগণ উপস্থিত ছিলেন।
72Share