লক্ষ্মীপুরের রামগতিতে গ্রামীণ সড়ক ও ফসলি জমি ‘নষ্ট হওয়ায়’ ট্রাক্টর-ট্রলি চলাচল বন্ধ করতে মাদ্রসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় আলহাজ্ব মজির উদ্দিন বাবর তালিমূল কুরআন নুরানি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী কয়েক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলার চরগাজী ইউনিয়নের সীমানায় শ্যামাগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা বলছেন, গাজী লক্ষ্মী-শ্যামা সড়কের আশপাশে কয়েকটি ইটভাটা রয়েছে৷ এসব ভাটায় আশপাশের ফসলি জমির ঊর্বর মাটি কেটে নিয়ে ইট তৈরি করা হয়। প্রশাসন এখানে কোন অভিযান চালায়নি, দীর্ঘদিন ধরে চললেও তা বন্ধ হয়নি। আর ভাটাগুলোতে মাটি পরিবহন করা হচ্ছে ট্রাক্টর-ট্রলির মাধ্যমে। ফলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ফসলি জমি ও গ্রামীণ রাস্তাঘাট নষ্ট হচ্ছে। এরইমধ্যে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গ্রামীণ সড়কগুলো নষ্ট হচ্ছে।
আলহাজ্ব মজির উদ্দিন বাবর তালিমূল কুরআন নুরানি মাদ্রাসার প্রধান শিক্ষক হেলাল উদ্দিন বলেন, সরকারি আইনে গ্রামীণ সড়ক দিয়ে ইট বা ইটের কাঁচামাল পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এ নিষেধাজ্ঞা মানছেন না এ অঞ্চলের ইটভাটার মালিকেরা। উপকূলের এসব সড়ক দিয়ে শিক্ষার্থীরা চলাচলে চরম ভোগান্তি মধ্যে আছে।
স্থানীয় বাসিন্দা কলেজ শিক্ষার্থী মো. আমজাদ হোসেন জানান, ভাটাগুলোতে মাটি পরিবহন করা হচ্ছে ট্রাক্টর-ট্রলির মাধ্যমে। ফলে চাকায় পিষ্ট হয়ে ফসলি জমি ও গ্রামীণ রাস্তাঘাট নষ্ট হচ্ছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এতে স্থানীয় লোকজন এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন। আমরা কোন ভাবেই থামাতে পারছি না। প্রতিবাদ করলেই ইটভাটার মালিকপক্ষ নানা ভয়-ভীতি দেখায়।
স্থানীয় বাসিন্দা আফছার উদ্দিন জানান, ইটভাটার ট্রাক্টরের কারণে আমাদের জমি ও জমির ফসল ধ্বংস হচ্ছে। ভারী যানবাহনে ইট ও ইট তৈরির কাঁচামাল পরিবহন করায় সড়কগুলো ক্ষয়ে গেছে। সড়কের জায়গায় জায়গায় সৃষ্টি হয়েছে ছোট-বড় অনেক গর্ত। ইট পরিবহনের সময় বালু ওড়ায় পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ অঞ্চলে এখন শ্বাস-নি:শ্বাস নিতেই অনেক কষ্ট হয়।
এ উপকূলীয় উপজেলায় ৪৯টি ইটভাটা রয়েছে। এগুলোর জন্য মাটি প্রয়োজন। গ্রামীণ সড়ক ব্যবহার করে এসব ভাটার ইট ও ইট তৈরির কাঁচামাল ভারী যানবাহনে পরিবহন করা হচ্ছে। আর তা জোগাতে কৃষকদের নানাভাবে প্রলুব্ধ করছেন ভাটা মালিকরা। মাটি বিক্রি করতে জমিতে পুকুর খনন করছেন কৃষকরা। আর সেই মাটি বহনে ব্যবহৃত ট্রাক্টর চলাচলে সড়কগুলো নষ্ট হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, কৃষি জমি, গ্রামীন সড়ক ও পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটাগুলোতে নিয়মিত অভিযান চলছে।
31Share