দীর্ঘ ২২ বছর পর আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রামগতি উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। সর্বশেষ ২০০৩ সালে অনুষ্ঠিত হয়েছিল এ সম্মেলন। সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘদিন পর এ সম্মেলনে নতুন নেতৃত্বে কারা আসছেন এ নিয়ে উপজেলা জুড়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা-কল্পনা।
উপজেলা সদর আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট আলহ্বাজ আহাম্মদ আজম খাঁন। এ ছাড়া দলের স্থায়ী কমিটির ও জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
দীর্ঘদিন নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতায় সম্মেলন করতে না পারলেও পরবর্তিত পরিস্থিতিতে বেশ ঘটা করে সম্মেলনের আয়োজন করেছে দলটি। ২২ বছর পর বিএনপির সম্মেলনকে ঘিরে পুরো উপজেলা সদর আলেকজান্ডার সেজেছে ব্যানার,ফেস্টুন আর বিলবোর্ডে। নেতা-কর্মীরা বলেছেন, দুর্দিনে দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, নিপীড়নের শিকার হয়েছেন তারা যেন সঠিক মূল্যায়ন পান।
এ ছাড়াও সম্মেলনের মধ্য দিয়ে নতুন করে দলকে পনরুজ্জীবিত ও সুসংগঠিত করে আগমী সংসদ নির্বাচনে বিএনপির মননিত প্রার্থী সুশিল সমাজের প্রবর্তা ও মামলা-হামলা মুক্ত রামগতি গড়ার কারিগর আলহ্বাজ এ বি এম আশরাফ উদ্দিন নিজানকে বিজয়ী করতে অগ্রণী ভুমিকা রাখবে এমন নেতৃত্ব চান নেতা-কর্মীরা।
সম্মেলন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জামাল উদ্দিন বলেন, সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, এখন চলছে সম্মেলনের কাজ।
0Share