নিজস্ব প্রতিবেদক || লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৪০কেজি ওজনের বিশাল আকৃতির শাপলা পাতা মাছ, যা স্থানীয়ভাবে হাউস মাছ নামে পরিচিত। স্থানীয় রামগতি বাজারে মাছটি নিলামে ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বড়খেরীর মাছ ঘাট বাজারে মাছটি নিলামে তোলা হয়।
স্থানীয় সূত্র জানায়, কীর্তন মাঝি ও তাঁর সহযোদ্ধা জেলেরা প্রতিবারের মতো রামগতির দক্ষিণে মেঘনার নদীর মোহনার কাছে ধরা পড়ে এই বিরল ও বিশাল আকারের শাপলা পাতা মাছটি। সোমবার ভোরে জাল তুলতে গিয়ে তাঁরা অতিরিক্ত ভার অনুভব করেন। একপর্যায়ে নিজেদের ট্রলারের ১২জন জেলে এবং পাশাপাশি থাকা আরেকটি ট্রলারের জেলেদের সহায়তায় বড়সড় এই শাপলা পাতা মাছটি ট্রলারে তুলতে সক্ষম হন। বৃত্তাকারে প্রায় সাড়ে ১১ ফুট ও ১৩ ফুট দৈর্ঘ্যরে (লেজসহ) মাছটিকে বাঁশ আর দড়ি দিয়ে প্রায় ৬ জন জেলে ডাঙায় তুলে মাছটি রামগতির মাছঘাটে নিয়ে আসেন।বিকালে নিলামে মাছটি মোতালেব বেপারীর আড়ৎ থেকে স্থানীয় মাছ ব্যবসায়ী কৃষ্ণ বেপারি কিনে নেন।
মাছ বিক্রেতা কীর্তন মাঝি বলেন, অনেক দিন ধরেই ব্যবসায় লোকসান গুনছি, ধার–দেনায় টিকে আছি। এত বড় মাছ পেয়ে আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি। তবে ভালো ক্রেতা না থাকায় তুলনামূলক কম দামে বিক্রি করতে হয়েছে। স্থানীয় মাছ ব্যাবসায়ী মুসা আহমেদ হিমু ও শাকিল জানান এমন প্রজাতির মাছ এখন খুব কম দেখা যায় ,এগুলো দেখলে খুব খুশি যেমন জেলেরা ,তেমনি আমরাও আনন্দিত।



0Share