কনকনে শীত, ঘন কুয়াশা নিস্তব্ধ রাত। এমন রাতে ঘরহীন ও ছিন্নমুল মানুষের কষ্ট আরো তীব্র হয়ে উঠে। সেই কষ্ট কিছুটা লাঘব করতে গভীর রাতে রামগতি উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াছমিন নিপা।
মঙ্গলবার গভীর রাতে তিনি উপজেলার বিভিন্ন এতিমখানাসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায় ছিন্নমুল বেদে সম্প্রদায়ের লোকজন, অটোরিকসা, সিএনজি ড্রাইভার ও খোলা আকাশের নিচে থাকা মানুষের হাতে কম্বল তুলে দেন।
শীতের রাতে হঠাৎ প্রশাসনের এমন উপস্থিতিতে অনেকেই বিস্মিত হন। কেউ ঘুম থেকে উঠে, কেউ আগুন পোহানো অবস্থায় কম্বল গ্রহণ করেন। কম্বল পেয়ে স্বস্তির নি:শ্বাস ফেলেন তারা। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও জনস্বাস্থ্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াছমিন নিপা বলেন, শীতের কষ্ট সবচেয়ে বেশি ভোগ করেন উপকূলের খেটে-খাওয়া ও ছিন্নমূলের মানুষগুলো। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। রাত-দিন বিবেচনা না করে যতটুকু সম্ভব সহায়তা পৌঁছে দেয়ার চেষ্টা করছি মাত্র।



0Share