মিশু সাহা নিক্কন: ভগবান শ্রী-কৃষ্ণের ৫২৪০ তম জম্মঅষ্টমী উপলক্ষ্যে সোমবার বিকেলে রামগতি উপজেলা যুবসমাজের উদ্যোগে বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও ভাগবতীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রাটি স্থানীয় চরলক্ষ্মী সাহাপাড়ার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গন থেকে শ্রী শ্রী গৌর-নিতায় মন্দির, শ্রী শ্রী গোপাল জিউর আশ্রমসহ বিভিন্ন মন্দির ও সড়ক প্রদর্শন করে। শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ কৃষ্ণানন্দ ব্রহ্মচারী বাবাজীর সভাপতিত্বে ও যুব সমাজের সহযোগীতায় শ্রী-কৃষ্ণের জম্মঅষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালীটি বিভিন্ন মন্দির ও সড়ক প্রদর্শন করে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গনে এসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শেষ হয়।
শোভাযাত্রা শেষে ভাগবতীয় আলোচনা সভা শুরু হয়, শ্রীমৎ ভাগবত গীতার শ্লোক পাঠ করেন কানু সাহা এবং শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ কৃষ্ণানন্দ ব্রহ্মচারী কৃষ্ণ কথা আলোচনা করেন। ভাগবতীয় আলোচনা শেষে সাংবাদিক মিসু সাহা নিক্কনের সঞ্চালনায় এবং নব তরুন সংঘ’১২ এর সদস্য, অনিক, তিমির, অন্তু ও রাজিবের পরিচালনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



0Share