সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ঈদ ঘিরে ভেজাল ও বিষাক্ত মসলা বাজারে !

ঈদ ঘিরে ভেজাল ও বিষাক্ত মসলা বাজারে !

ঈদ ঘিরে ভেজাল ও বিষাক্ত মসলা বাজারে !

moslaনিজস্ব প্রতিনিধি: ঈদ সামনে রেখে ভেজাল মসলায় সয়লাব হয়ে গেছে জেলার হাট-বাজার। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এই ভেজাল ব্যবসায় মেতে উঠেছে। জানা যায়, ঈদ সামনে রেখে এরই মধ্যে ইট ও কাঠের গুঁড়া মেশানো মসলায় সয়লাব হয়ে গেছে হাট-বাজার।

মরিচের সঙ্গে ইটের গুঁড়া বিষাক্ত রং, হলুদে মোটর ডাল, ধনিয়ায় স’মিলের কাঠের গুঁড়া এবং পেস্তাদানায় মেশানো হচ্ছে সুজি। এক শ্রেণীর প্রতারকচক্র বেশি লাভের আশায় এভাবেই ভেজাল মসলার জোগান দিচ্ছে বলে খবর পাওয়া গেছে।

আর সেই সুযোগে অসাধু দোকানদাররাও এসব ভেজাল মসলা দেদার বিক্রি করছে। উপজেলা সদর ঘুরে মসলা বিক্রেতা ও এইসব মসলা কিনে প্রতারিত হওয়া লোকজন নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান।

খবর নিয়ে জানা যায়, ভেজাল মসলা কিনে সাধারণ মানুষ যে শুধু প্রতারিতই হচ্ছে তা নয়, এসব খেয়ে তারা আক্রান্ত হচ্ছে নানা কঠিন ও জটিল রোগে। লক্ষ্মীপুর সদর উপজেলার কৃষক ছামাদ, মান্দারীরর রফিক, রামগঞ্জের জাকির হোসেন, রায়পুরের সুমন জানান, কোরবানির সময় মসলার চাহিদা অনেক বেড়ে যায়। আর এ জন্যই ঈদ সামনে রেখে ভেজাল ও নিম্নমানের মসলা উত্পাদনকারী চক্র বেশ আগেভাগেই দোকানে দোকানে সরবরাহ করছে যত সব ভেজাল মসলা। বলতে গেলে এখনই হাট-বাজার ভরে গেছে ভেজাল মসলায়।

শুধু খোলা মসলাই নয়, ভেজাল মসলা প্যাকেটজাত করেও খোলাবাজারে সরবরাহ করার অভিযোগ পাওয়া গেছে। হলুদ, মরিচ, ধনিয়া, গোলমরিচ, দারুচিনি, তেজপাতা এবং পেস্তাদানাসহ সব ধরনের মসলায় মেশানো হয় ভেজাল।

নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী জানান, ভেজাল মসলা সরবরাহকারীরা সাধারণত তিনভাবে বাজারে ভেজাল মসলা সরবরাহ করে। তার মধ্যে কিছু বিক্রি করে প্যাকেট ছাড়া, কিছু সাধারণ প্যাকেটে করে আর কিছু বিক্রি করে নামি-দামি মসলা কোম্পানির লেবেল লাগিয়ে। আর এভাবেই প্রতারিত হচ্ছে ক্রেতাসাধারণ।

তবে রিকসা লক্ষ্মীপুর শহরের রিকসা চালক রফিক বলেন, আমরা হলুদ মরিচ গোটা কিনে নিজেরাই গুড়ো করি ফলে আমরা নিম্ন আয়ের লোকজন অন্তত এ ভেজাল থেকে মুক্ত ।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মাদক যেন সমাজকে ব্যাধিতে পরিণত করতে না পারে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে এক ইলিশ বিক্রি হলো ৯ হাজার ২শ টাকায়

নদী ও সাগরে নিষেধাজ্ঞা উঠছে আজ, অভিযানে ২২ লক্ষাধিক টাকার মাছ ও জাল জব্দ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ছাই!

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com