লাইফস্টাইল ডেস্কঃ বিশ্বের প্রথম প্রথম মোটর দুর্ঘটনা ঘটে ১৮৬৯ সালে। এই দুর্ঘটনার শিকার হয়েছিলেন এক নারী বিজ্ঞানী যার নাম মেরি ওয়ার্ড। ইউরোপের বিখ্যাত এক বিজ্ঞানী পরিবারে জন্ম নেয়া এ নারী ছিলেন জন্মগতভাবেই একজন শিল্পী। কাঠকয়লা ও একটি আতস কাচ ব্যবহার করে পোকামাকড়ের ছবি নিখুঁতভাবে আঁকতেন তিনি। পরবর্তীতে মেরি তার আঁকা ছবিগুলো রয়্যাল অ্যাসট্রোনোমিক্যাল সোসাইটির কাছে পাঠান। সোসইটির খরচে সেসব ছবি নিয়ে একটি বই ছাপানো হয়। বইটি ১৮৮০ সালে পুনরায় মুদ্রনও হয়েছিল।
মেরির এক চাচাতে ভাই সেসময় প্রথমদিককার বাষ্পচালিত অটোমোবইল তৈরি করেছিলেন। ভাইয়ের বানানো অটোমোবাইলে চড়ে খানিকটা বেড়িয়ে আসতে গিয়েছিলেন তিনি। কিন্তু চলতে শুরু করার কিছুক্ষণ পরেই বাঁক ঘোরার সময় উল্টে যায় গাড়ি আর মেরি গাড়ির চাকার তলায় চাপা পরে সঙ্গে সঙ্গে মারা যান। গাড়িটির ওজন ছিল ১৪ টনেরও বেশি।
0Share