প্রতিনিধি, কমলনগর(লক্ষ্মীপুর)ঃ লক্ষ্মীপুরের কমলনগরে জব্দকৃত ১৫মণ জাটকা ১০টি এতিমখানা ও মেঘনাপাড়ের নদী ভাঙা দরিদ্র অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। শবিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে হাজিরহাট তদন্ত কেন্দ্রের সমানে থেকে জাটকাগুলো বিতরণ করা হয়। হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ পরিদর্শক (এস আই) ফরিদ উদ্দিন খাঁন বলেন, মেঘনা নদী থেকে ধরা ওই ১৫ মণ জাটকা বিক্রি করতে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিলো। পথে সাহেবেরহাট রাস্তার মাথায় পৌঁছলে গোপন সংবাদে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়।



0Share