প্রতিনিধি: কমলনগরে রোকেয়া বেগম (৫০) নামের এক নারী নিখোঁজ হয়েছেন। অনেক খোঁজাখুজি করলেও তার সন্ধ্যান পাওয়া যায়নি। গত ১৭ আগস্ট সোমবার রোকেয়া বেগম নিখোঁজ হন। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জাঙ্গালিয়া গ্রামের মারফত উল্যাহ সওদাগর বাড়ির (হেইন্নাগো বাড়ির) মৃত
নুরুল হক মাস্টারের মেয়ে। তার স্বামী-সন্তান নেই। তিনি ভাইদের কাছে থাকতেন।
নিখোঁজ রোকেয়া বেগমের বড় ভাই সহিদুল ইসলাম জানান, ১৭ আগস্ট সোমবার সকালে তার বোন রোকেয়া পার্শ্ববর্তী মুন্সিরহাটে ছোট ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য বের হন। এর পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। আতœীয়-স্বজনদের বাড়িতে গিয়ে খোঁজ খরব নিলেও তার সন্ধ্যান মেলেনি। এ ব্যাপারে তিনি কমলনগর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।
সাধারণ ডায়রি সূত্রে জানা যায়, রোকেয়া বেগমের গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট, মখমন্ডল গোলাকার, তার পরনে ছিলো শাড়ি। সে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলেন।
রোকেয়া বেগমের সন্ধ্যান দিতে যোগাযোগ করুন ০১৭৩৩ ৫৭২৬৩৪ অথবা ০১৮৭২ ০৬৭৯০৫।



0Share