ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের জন্য শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত নিজ নিজ অনুসারীদের নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন অন্তত ৪ জন প্রাথী। প্রথম দিনে মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হচ্ছেন: বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন, সাবেক সংরক্ষিত নারী সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সহ-সম্পাদক আবদুজ্জাহের সাজু এবং কমলনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক শামছুল কবির।
শুক্রবার সকালে মনোনয়ন ফরম বিক্রি কর্মসূচি উদ্বোধনের পরপরই আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ফরম কেনার হিড়িক পড়ে যায়। কার্যালয়ের ভেতরে-বাইরে নেতাকর্মীদের ভিড় লেগে যায়।অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে, কার্যালয়ের গেট বন্ধ করে দিতে বাধ্য হন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা।কিন্তু নেতাকর্মীরা ধাক্কা দিয়ে গেট খুলে ভেতরে প্রবেশ করেন। সভাপতির কার্যালয় ও আশপাশে লোকসমাগমের কারণে তিল ধারণের ঠাঁই ছিল না।
লক্ষ্মীপুর-৪ আসন তথ্য:
রামগতি উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন এবং কমলনগর উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে এ আসনটি (লক্ষ্মীপুর-৪) গঠিত। বর্তমানে এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৯৮৮। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮০৭ ও মহিলা ভোটার ১ লাখ ৫৫ হাজার ১৮১।
আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থী:
এই আসনের বর্তমান সাংসদ আওয়ামী লীগের মো. আবদুল্লাহ আল্ মামুন। তিনি ছাড়াও দলের মনোনয়ন প্রত্যাশায় মাঠে রয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক রামগতি-কমলনগরের সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) ফরিদুন্নাহার লাইলী।
বিএনপির মনোনয়ন প্রার্থী:
সাবেক সাংসদ আশ্রাফ উদ্দিন নিজাম ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সভাপতি শফিউলবারী বাবু
জেএসডির মনোনয়ন প্রার্থী:
স্বাধীনতার পতাকা উত্তোলক, সাবেক মন্ত্রী ও জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব
বিকল্প ধারার প্রার্থী:
সাবেক মন্ত্রী ও বিকল্প ধারার মহা সচিব মেজর আব্দুল মান্নান
এ আসনের জনগণের প্রধান চাহিদা: মেঘনার ভয়াবহ ভাঙন হতে রামগতি-কমলনগর রক্ষা এবং বেকার যুবকদের কর্মসংস্থান।
বিগত নির্বাচনের ইতিহাস:
১৯৯১ সালের প্রথম নির্বাচনে বিজয়ী হন বিএনপির প্রয়াত সিএসপি আবদুর রব চৌধুরী, ১৯৯৬ সালে বিজয়ী হন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। ২০০১ ও ২০০৮ সালে এমপি হন বিএনপির আশরাফ উদ্দিন নিজান। ২০১৪ সালে বিএনপিবিহীন ৫ জানুয়ারির নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগের মোহাম্মদ আবদুল্লাহ।
0Share