সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর-৪ আসনে আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহ করেছেন যারা

লক্ষ্মীপুর-৪ আসনে আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহ করেছেন যারা

লক্ষ্মীপুর-৪ আসনে আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহ করেছেন যারা

ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের জন্য শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত নিজ নিজ অনুসারীদের নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন অন্তত ৪ জন প্রাথী। প্রথম দিনে মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হচ্ছেন: বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন, সাবেক সংরক্ষিত নারী সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সহ-সম্পাদক আবদুজ্জাহের সাজু এবং কমলনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক শামছুল কবির।

শুক্রবার সকালে মনোনয়ন ফরম বিক্রি কর্মসূচি উদ্বোধনের পরপরই আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ফরম কেনার হিড়িক পড়ে যায়। কার্যালয়ের ভেতরে-বাইরে নেতাকর্মীদের ভিড় লেগে যায়।অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে, কার্যালয়ের গেট বন্ধ করে দিতে বাধ্য হন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা।কিন্তু নেতাকর্মীরা ধাক্কা দিয়ে গেট খুলে ভেতরে প্রবেশ করেন। সভাপতির কার্যালয় ও আশপাশে লোকসমাগমের কারণে তিল ধারণের ঠাঁই ছিল না।

লক্ষ্মীপুর-৪ আসন তথ্য:
রামগতি উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন এবং কমলনগর উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে এ আসনটি (লক্ষ্মীপুর-৪) গঠিত। বর্তমানে এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৯৮৮। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮০৭ ও মহিলা ভোটার ১ লাখ ৫৫ হাজার ১৮১।

আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থী:

এই আসনের বর্তমান সাংসদ আওয়ামী লীগের মো. আবদুল্লাহ আল্ মামুন। তিনি ছাড়াও দলের মনোনয়ন প্রত্যাশায় মাঠে রয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক রামগতি-কমলনগরের সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) ফরিদুন্নাহার লাইলী।

বিএনপির মনোনয়ন প্রার্থী: 

সাবেক সাংসদ আশ্রাফ উদ্দিন নিজাম ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সভাপতি শফিউলবারী বাবু

জেএসডির মনোনয়ন প্রার্থী: 

স্বাধীনতার পতাকা উত্তোলক, সাবেক মন্ত্রী ও জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব

বিকল্প ধারার প্রার্থী: 

সাবেক মন্ত্রী ও বিকল্প ধারার মহা সচিব মেজর আব্দুল মান্নান

এ আসনের জনগণের প্রধান চাহিদা: মেঘনার ভয়াবহ ভাঙন হতে রামগতি-কমলনগর রক্ষা এবং বেকার যুবকদের কর্মসংস্থান। 

বিগত নির্বাচনের ইতিহাস:

১৯৯১ সালের প্রথম নির্বাচনে বিজয়ী হন বিএনপির প্রয়াত সিএসপি আবদুর রব চৌধুরী, ১৯৯৬ সালে বিজয়ী হন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। ২০০১ ও ২০০৮ সালে এমপি হন বিএনপির আশরাফ উদ্দিন নিজান।  ২০১৪ সালে বিএনপিবিহীন ৫ জানুয়ারির নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগের মোহাম্মদ আবদুল্লাহ।

রামগতি সংবাদ আরও সংবাদ

উপকূলীয় অঞ্চলে শাক-সবজির বীজ বিতরণ করলো কোডেক

রামগতিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মা ইলিশ রক্ষায় রামগতিতে জনসচেতনতামূলক সভা

ব্রিজ রক্ষার্থে জরুরী ভিত্তিতে কাজ শুরু করেছে পাউবো

রামগতিতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার বিতরণ করলেন আশরাফ উদ্দিন নিজান

রামগতিতে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com