সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
নৌকায় লড়বেন মেজর (অব.) মান্নান, ধানের শীষে রব

নৌকায় লড়বেন মেজর (অব.) মান্নান, ধানের শীষে রব

নৌকায় লড়বেন মেজর (অব.) মান্নান, ধানের শীষে রব

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা এবং জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) মান্নান। লক্ষ্মীপুর-৪ আসন থেকে এর আগে ধানের শীষ প্রতীকে আ স ম আবদুর রবের মনোনয়ন নিশ্চিত হয়েছে। এদিকে একই আসনে শুক্রবার (৭ ডিসেম্বর) নৌকা প্রতীকে চূড়ান্ত মনোনয়নপত্র গ্রহণ করেছেন মেজর (অব.) মান্নান।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মেজর মান্নানের হাতে যুক্তফ্রন্টের নেতাদের চূড়ান্ত মনোনয়নের চিঠি তুলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় মহাজোটের শরিক দলগুলোর প্রার্থীদের হাতেও নৌকা প্রতীকে নির্বাচনের চূড়ান্ত মনোনয়নপত্র তুলে দেওয়া হয়।

চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়টি বিকল্প ধারার মহাসচিব মেজর (অব) আবদুল মান্নান নিশ্চিত করেছেন । তিনি বলেন, ‘আমরা তিনটি আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছি। আরও কয়েকটিতে পাবো বলে আশা করছি।’

এক ব্রিফিংয়ে যুক্তফ্রন্টকে ৩টি আসন দেওয়ার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘জোটের শরিকদের মধ্যে ওয়ার্কার্স পার্টি ৫ আসনে, জাসদ ৩টিতে, বিকল্পধারা বাংলাদেশের নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট ৩টিতে, তরিকত ২, জেপি-মঞ্জু ২ ও জাসদ-আম্বিয়ার ১ জন প্রার্থী নৌকা প্রতীকে লড়বেন। এছাড়া সব মিলিয়ে শরিকদের প্রায় ৬০টি আসন দেওয়া হয়েছে।

জোটের যারা নৌকার প্রার্থী

বিকল্পধারা: এমএ মান্নান (লক্ষ্মীপুর-৪), মাহী বি চৌধুরী (মুন্সীগঞ্জ-১) ও এফএম শাহীন (মৌলভীবাজার-২)

তরিকত ফেডারেশন: সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী (চট্টগ্রাম-২) ও আনোয়ার খান (লক্ষ্মীপুর ১)

ওয়ার্কাস পার্টি: রাশেদ খান মেনন (ঢাকা-৮), ফজলে হোসেন বাদশা (রাজশাহী-২), মোস্তফা লুৎফুল্লাহ (সাতক্ষীরা-১), টিপু সুলতান (বরিশাল-৩), ইয়াসিন আলী (ঠাকুরগাঁও-৩)

জাসদ: হাসানুল হক ইনু (কুষ্টিয়া-২), শিরীন আখতার (ফেনী-১), রেজাউল করিম তানসেন (বগুড়া-৪)।

জেপি: আনোয়ার হোসেন মঞ্জু (পিরোজপুর-২), রুহুল আমিন (কুড়িগ্রাম-৪)

জাসদ (আম্বিয়া): মঈনুদ্দিন খান বাদল (চট্টগ্রাম-৮)

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৯ ডিসেম্বর এবং ভোট গ্রহণের তারিখ ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে শারীরিক প্রতিবন্ধী পরিবহন শ্রমিকের বসতঘর পুড়ে ছাই 

‎দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি : তানিয়া রব ‎

নকল পণ্য সরবরাহ করায় লক্ষ্মীপুরে ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরের বিএনপি ও জামায়াত নেতাদের ঐক্যবদ্ধ প্রয়াসের আহ্বান

লক্ষ্মীপুরে প্রবাসী পরিবারের তারকাঁটা বেড়া ভাঙচুর

লক্ষ্মীপুরের প্রধান সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাজা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com